শিজক রিপোর্ট
রাঙামাটি: জেলা শহরের বিভিন্ন সড়কের ফুটপাত বেদখল করে অবৈধভাবে গড়ে ওঠা দোকান সরিয়ে নিতে দোকনদারদের নির্দেশনা দিয়েছেন রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন।
বুধবার (১ মার্চ) দুপুরে বনরূপা ফরেস্টরোড এলাকায় সড়ক বেদখল করে গড়ে ওঠা বিভিন্ন দোকনদারদের এ নির্দেশনা দেন ওসি। সন্ধ্যা ছয়টার মধ্যে সকল দোকনপাট সরিয়ে নিতে বলেন তিনি। একইসঙ্গে বৃহস্পতিবার সকাল ১০টার পর যদি কোনো অবৈধ স্থাপনা থাকে তাহলে তা উচ্ছেদ করা হবে বলেও জানিয়ে দিয়েছেন।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন বলেন, ‘হ্যাপির মোড় থেকে শুরু করে লেকার্স স্কুল গেইট পর্যন্ত এই এলাকায় রাতে লোকসমাগম বেশি হয়। এতে কোন ছেলেটি ভালো বা খারাপ সেটি নির্ণয় করা কঠিন। এলাকার বখাটেরা মূলত এসব এলাকায় আড্ডা দেয়ার পাশাপাশি মাদকে আসক্ত হচ্ছে। সকলের নিরাপত্তার কথা বিবেচনা করেই এই ঘোষণা দেয়া হয়েছে। এসব এলাকায় কোনো ধরণের অবৈধ দোকান সড়ক বেদখল বরে ব্যবসা করতে পারবে না।
আরও পড়ুন: ১. রাঙামাটিতে ছুরিকাঘাতে যুবক খুন ২. টাকা নিয়ে বিবাদে ‘বন্ধুর’ হাতেই খুন
প্রসঙ্গত, ২৫ ফেব্রুয়ারি (শনিবার) ভোর ৫টায় ফরেস্ট রোড এলাকায় মো. ইজাজুল হক রাব্বি নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়।