মঙ্গলবার, ডিসেম্বর ২৪, ২০২৪

বদলি হলো কাপ্তাই ও চন্দ্রঘোনা থানার ওসি

অর্ণব মল্লিক, কাপ্তাই প্রতিনিধি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ‘সুষ্ঠু ও নিরপেক্ষ’ করার লক্ষ্যে প্রথম ধাপে একযোগে দেশের ৩৩৮ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে রদবদল হয়েছে।

এই তালিকায় রাঙামাটির আট থানার ওসিকে বদলি করা হয়েছে এবং নতুন আট ওসিকে পদায়ন করা হয়েছে। তার মধ্যে রাঙামাটির কাপ্তাই থানা ও চন্দ্রঘোনা থানার ওসি’ও রয়েছে।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) রাতে পুলিশের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ জহিরুল ইসলামের সই করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।

আদেশে জানানো হয়, রাঙামাটির চন্দ্রঘোনার থানার ওসি মো. শফিউল আজমকে খাগড়াছড়ি পানছড়ি থানায়, কাপ্তাই থানার ওসি জসিম উদ্দিনকে বান্দরবানের থানচি থানায় বদলি করা হয়েছে।

অন্যদিকে, খাগড়াছড়ির মানিকছড়ি থানার ওসি আনচারুল করিমকে চন্দ্রঘোনা থানায়, রোয়াংছড়ি থানার ওসি মো. আবুল কালামকে কাপ্তাই থানায় পদায়ন করা হয়েছে।

অতিরিক্ত ডিআইজির সই করা প্রজ্ঞাপনে ‘এ আদেশ অবিলম্বে কার্যকর হবে’ বলে জানানো হয়েছে।

সম্পর্কিত খবর

সোশ্যাল মিডিয়া

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

সর্বশেষ খবর