শিজক ডেস্ক
রাঙামাটি: টানা বর্ষণে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।
উপজেলার আমতলী ইউনিয়ন, খেদারমারা ইউনিয়ন, সারোরাতলী ইউনিয়ন, বাঘাইছড়ি ইউনিয়ন, বাঘাইছড়ি পৌরসভা, মারিশ্যা ইউনিয়ন, রূপকারী ইউনিয়ন, বঙ্গলতলি ইউনিয়ন ও সাজেক ইউনিয়নসহ আনুমানিক ১৫ হাজার পরিবার ও ৩০ হাজার মানুষ পানিবন্দি হয়ে চরমভাবে ক্ষয়ক্ষতির শিকার হয়েছে বলে দাবি করেছে জনসংহতি সমিতি।
বুধবার (৯ আগস্ট) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে জনসংহতি সমিতির বাঘাইছড়ি থানা শাখার তথ্য ও প্রচার বিভাগ ত্রিদিপ চাকমা বলেন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানসহ দুর্গম এলাকার মানুষ তাদের জীবিকা নির্বাহের প্রধান উৎস দোকানপাট, রোপিত আমন ধান, বাগান-বাগিচা ও গবাদিপশুসহ ব্যপক ক্ষতিগ্রস্ত হওয়ায় জনজীবন আজ চরমভাবে বিধ্বস্ত।
বিবৃতিতে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারদের, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়,পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ, ২৯৯ নম্বর রাঙামাটি আসনের সংসদ সদস্য , রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ ও জেলা প্রশাসককে দ্রুত ও যথাযত ত্রাণ বিতরণ করে পাশে থাকার জন্য সদয় দৃষ্টি আকর্ষণ করেন। বিজ্ঞপ্তি