মঙ্গলবার, ডিসেম্বর ২৪, ২০২৪

বাঘাইছড়ি যুবলীগের সম্মেলন মঞ্চে ওসি!

শিজক রিপোর্ট
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা যুবলীগের সম্মেলনে অতিথি মঞ্চে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাৎ হোসেন। ওসির দাবি, ‘ওসি হিসেবে তাঁর প্রোটোকল আছে, সেজন্যই তাকে সামনে বসানো হয়েছে।’ তবে কোনো রাজনৈতিক সংগঠনের সম্মেলনে অতিথি মঞ্চে একজন সরকারি কর্মকর্তার অতিথি হওয়ার সুযোগ নেই বলছেন পুলিশ সুপার।

জানা গেছে, গতকাল শনিবার (১১ ফেব্রুয়ারি) জেলার বাঘাইছড়ি উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে উপজেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের আলোচনা সভাপর্বে উপস্থাপক বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাৎ হোসেনকে অতিথি মঞ্চে আসন গ্রহণ করার জন্য বলেন। এরপরই সম্মেলনে উপস্থিত নেতৃবৃন্দের সঙ্গে মঞ্চে আসন গ্রহণ করেন ওসি। এসময় অন্যান্য অতিথিদের সঙ্গে তাকেও বুকে অতিথি ব্যাচ পরিয়ে দেয়া হয়। মঞ্চে জেলা যুবলীগ সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ কাজলের পাশের চেয়ারে বসেছিলেন ওসি শাহাদাৎ।

অনুষ্ঠিত উপজেলা যুবলীগের সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগ সভাপতি ও রাঙামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি। আরও অতিথি হিসেবে ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতু চাকমা, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক গিয়াস উদ্দীন, কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ ফজলে নাঈম, সাংগঠনিক সম্পাদক মো. সাইফুর রহমান সোহাগ, জেলা যুবলীগ সভাপতি আকবর হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ কাজলসহ অনেকে।

যুবলীগের সম্মেলনে অতিথি মঞ্চে বসা প্রসঙ্গে জানতে চাইলে বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাৎ হোসেন শিজক ডটকমকে বলেন, ‘মঞ্চে থাকা মানে অতিথি থাকা নয়। অতিথি হিশেবে কোথায় আমার নাম, কোনো লিফলেটে লেখা নেই। ওসি হিসেবে আমার একটা প্রোটোকল ও সম্মান আছে, সেজন্য সামনের সারিতে আমাকে বসানো হয়েছে।’

এদিকে, জেলা পুলিশ সুপার মীর আবু তৌহিদ শিজক ডটকমকে বলেন, ‘কোনো রাজনৈতিক দলের অনুষ্ঠানে কোনো সরকারি কর্মকর্তার অতিথি হবার সুযোগ নেই। তবে বিষয়টি নিয়ে আমি ওসির সঙ্গে কথা বলেছি, তিনি জানিয়েছেন নিরাপত্তার জন্য দাঁড়িয়েছিলেন তখন তারা সামনে তাকে বসতে দেন।’

সম্পর্কিত খবর

সোশ্যাল মিডিয়া

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

সর্বশেষ খবর