বুধবার, ডিসেম্বর ২৫, ২০২৪

বীর মুক্তিযোদ্ধা রণজিৎ কুমার বড়ুয়াকে স্মরণ

শিজক ডেস্ক
রাঙামাটি: নির্মলেন্দু চৌধুরী মেমরিয়্যাল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা রণজিৎ কুমার বড়ুয়ার স্মরণে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ মার্চ) বিকেলে জেলা শহরের মাউন্টেইন ভিউ হোটেলে নির্মলেন্দু চৌধুরী মেমরিয়্যাল ফাউন্ডেশনের আয়োজনে এ শোকসভা অনুষ্ঠিত হয়।

শোক সভার শুরুতে উপস্থিত সকলে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা প্রয়াত রণজিৎ কুমার বড়ুয়ার আত্মার প্রতি শ্রদ্ধা রেখে এক মিনিট নীরবতা পালন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানান।

শোকসভায় বক্তারা বলেন, ‘বীর মুক্তিযোদ্ধা প্রয়াত রণজিৎ কুমার বড়ুয়া ছিলেন সৎ ও প্রখর জ্ঞানের অধিকারী। মহান স্বাধীনতা মুক্তিযুদ্ধে তার দূরদর্শি ভূমিকা যেমন ছিল, তেমনি এ সংগঠন সৃষ্ঠিতে তাঁর ভূমিকা অপরিসীম। তিনি তাঁর মেধা, অভিজ্ঞতা, আচার-আচরণ ও গুণের মাধ্যমে যে সকল প্রতিষ্ঠান ও সংগঠনে যুক্ত ছিলেন সেখানেই তিনি মুখ উজ্জ্বল করেছেন।’

বক্তারা আরও বলেন, শিক্ষা এবং শিক্ষার্থীদের উন্নয়নে তিনি এ সংগঠনের মাধ্যমে যেভাবে এগিয়ে নেওয়ার স্বপ্ন দেখেছিলেন, সেটা আমাদেরকেই পূরণ করতে হবে। না হলে তাঁর আত্মা কষ্ট পাবে। তাই নির্মলেন্দু চৌধুরী মেমরিয়্যাল ফাউন্ডেশন পরিবারের সকলকে প্রয়াত রণজিৎ কুমার বড়ুয়ার স্বপ্ন পূরণে একসাথে কাজ করার আহ্বান জানান তিনি।

নির্মলেন্দু চৌধুরী মেমরিয়্যাল ফাউন্ডেশনের সিনিয়র সহ-সভাপতি ডা. নুপুর কান্তি দে’র সভাপতিত্বে সভায় বক্তব্য দেন- সহ-সভাপতি রফিক আহম্মদ তালুকদার, সঞ্জিব চৌধুরী, উসাং মং, যুগ্ম সম্পাদক শংকর দে, রেজাউল করিম চৌধুরী বাচ্চু, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট তোষন চাকমা, অর্থ সম্পাদক জাকির হোসেন, কার্যনির্বাহী সদস্য রতন কুমার দে, নিপু মায়া ছেত্রী, প্রয়াত রনজিৎ কুমার বড়ুয়ার ছেলে সোহেল বড়ুয়া, সংগঠনের সাধারণ সম্পাদক আরিফুর রহমান মানিক প্রমুখ।

অনুষ্ঠানের সঞ্চালনা করেন সংগঠনের সমাজকল্যাণ সম্পাদক তৈফিক হোসেন কবীর।

সম্পর্কিত খবর

সোশ্যাল মিডিয়া

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

সর্বশেষ খবর