মঙ্গলবার, ডিসেম্বর ২৪, ২০২৪

বুনো হাতির আক্রমণে বৃদ্ধার প্রাণ গেল লংগদুতে

শিজক ডেস্ক
লংগদু: রাঙামাটির লংগদু উপজেলায় বুনো হাতির আক্রমণে মাহি তারা বেগম (৬৩) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার (৮ জানুয়ারি) বিকালে উপজেলার ভাসান্যদম ইউনিয়নের আমতলীপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে।

স্থানীয় লোকজন জানিয়েছে, চড়ে বেড়ানো গরু আনতে গিয়ে হাতির আক্রমণের শিকার হয়ে মারা যান ওই নারী। তিনি ওই এলাকার আইচ্ছা মিয়ার স্ত্রী।

ভাসান্যদম ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান হযরত আলী জানান, ‘প্রতিদিনের মতো আজকেও বাড়ি থেকে কিছুটা দূরে নিজেদের গৃহপালিত গরু আনতে যায় ওই নারী। এসময় পথিমধ্যে হাতির আক্রমণের শিকার হয়ে মারা যান মাহি তারা বেগম।’

লংগদু থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুনুর রশীদ জানান, ‘ভাসান্যদম ইউনিয়নে বন্যহাতির আক্রমণে একজন বৃদ্ধার মৃত্যুর খবর পেয়েছি। এ ব্যাপারে তদন্ত সাপেক্ষ বিস্তারিত জনানো হবে।’

সম্পর্কিত খবর

সোশ্যাল মিডিয়া

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

সর্বশেষ খবর