মঙ্গলবার, ডিসেম্বর ২৪, ২০২৪

ভেসে উঠল কর্ণফুলীতে নিখোঁজ যুবকের মৃতদেহ

লোকাল করেসপনডেন্ট
কাপ্তাই: রাঙামাটির কাপ্তাই উপজেলার কর্ণফুলী নদীতে গোসলে নেমে নিখোঁজের ১৯ ঘন্টা পর সিরাজুল আরেফিন আকিব (২২) নামের এক যুবকের মৃতদেহ ভেসে উঠেছে।

বৃহস্পতিবার (১৮ মে) সকাল সাড়ে ৮টার দিকে ফায়ার সার্ভিস, পুলিশ এবং স্থানীয়রা আকিবের মৃতদেহ কাপ্তাই প্রজেক্ট এলাকার হাদিটিলা সংলগ্ন কর্ণফুলী নদী থেকে উদ্ধার করে।

এর আগে, গত বুধবার বেলা ১টার দিকে একইস্থানে গোসলে নেমে নিখোঁজ হয়েছিল আকিব।

মৃতদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে কাপ্তাই পুলিশ ফাঁড়ির পরিদর্শক (আইসি) শাহীনুর রহমান জানান, বুধবার নিখোঁজ হওয়া যুবকের খোঁজে রাত পর্যন্ত কর্ণফুলী নদীতে অভিযান চালায় ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর ডুবুরি দল। তখনো তাকে খুঁজে পাওয়া যায়নি। আজ (বৃহস্পতিবার) সকালে কর্ণফুলী নদীর যে প্রান্তে সে নিখোঁজ হয়েছিল সেখানে তাঁর মরদেহ ভেসে ওঠে।

আরও পড়ুন: কর্ণফুলীতে গোসলে নেমে যুবক নিখোঁজ

প্রসঙ্গত, কর্ণফুলীদে ডুবে মৃত সিরাজুল আরেফিন আকিব (২২) কাপ্তাইয়ে অবস্থিত কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রে কর্মরত শহীদুল ইসলাম বাবুর ছেলে। আকিব চট্টগ্রামের পোর্টসিটি বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তরের ছাত্র।

সম্পর্কিত খবর

সোশ্যাল মিডিয়া

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

সর্বশেষ খবর