শিজক ডেস্ক
ভারত: বিশ্ব ভালোবাসা দিবসে গরুকে জড়িয়ে ধরতে হবে বলে বিবৃতি দিয়েছিল ভারতের পশুকল্যাণ বোর্ড। জানিয়েছিল, ভ্যালেন্টাইনস ডে-র দিনটিকে ‘গো আলিঙ্গন দিবস’ হিসেবে পালন করতে হবে। যদিও সমালোচনার মুখে ওই বিবৃতি প্রত্যাহার করে নেয় নরেন্দ্র মোদি সরকারের অধীনস্থ সংস্থাটি। প্রসঙ্গটি উঠে এলো পশ্চিমবঙ্গের বিধানসভাতেও। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিষয়টি উত্থাপন করে বিজেপির সমালোচনা করেন।
মমতা বলেন, বলছে ভ্যালেন্টাইনস ডে-তে গরুকে জড়িয়ে ধরতে হবে। কিন্তু গরু যদি গুঁতিয়ে দেয়, তখন কী হবে? অবশ্য খানিক পরেই রসিকতার সুরে তিনি স্মরণ করিয়ে দেন, গরু গুঁতো দিলে বিনামূল্যে চিকিৎসার জন্য স্বাস্থ্যসাথী কার্ড আছে।
মাথাপিছু ১০ লাখ টাকার বিমা করে দিলে গরুকে আলিঙ্গন করবেন বলেও জানান মমতা। বলেন, গরুকে জড়িয়ে ধরার আগে ১০ লাখ টাকার বিমা করে দিন। আমরা নিশ্চিত আলিঙ্গন করব। গরুর পাশাপাশি মোষকে নিয়ে কিছু ভাবার জন্যও কেন্দ্রীয় সরকারকে অনুরোধ জানান তিনি। সেইসঙ্গে মমতার বিদ্রূপ, ‘যার মাথা থেকে এটা বেরিয়েছে তার মাথাটা গবেষণা করার মতো। একেবারে ইন্টারন্যাশনাল ব্রেন। গরুকে আমরা সবাই ভালোবাসি। তাই বলে এই।’
প্রসঙ্গত, ভালোবাসা দিবসের আগে ভারতের জাতীয় পশুকল্যাণ বোর্ড একটি বিজ্ঞপ্তি জানায়, ১৪ ফেব্রুয়ারিকে ভালোবাসার দিন হিসেবে পালন না করে পালন করা হোক ‘গো আলিঙ্গন দিবস’ হিসেবে। এরপরই শুরু হয় বিতর্ক। সোশ্যাল মিডিয়ায় চলতে থাকে তীব্র কটাক্ষ। অবশেষে সেই বিতর্কিত নোটিশটি প্রত্যাহার করা হয়।
[খবর: এনডিটিভি, ভাষান্তর: বণিক বার্তা]