রবিবার, নভেম্বর ১০, ২০২৪

মায়ানমারের ১৩২টি গরু নিলামে বিক্রি

লোকাল করেসপনডেন্ট
নাইক্ষ্যংছড়ি: বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ২৮ ফেব্রুয়ারি থেকে ৭ মার্চ পর্যন্ত টানা সপ্তাহব্যাপী অভিযানে চোরাই পথে আসা মায়ানমারের ১৩২টি গরু আটক করেছে ১১ বিজিবি।

১১ বিজিবির অধিনায়ক জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল রেজাউল করিম জানান, ‘গত এক সপ্তাহে (২৮ ফেব্রুয়ারি-৭ মার্চ পর্যন্ত) চোরাই পথে আসা মায়ানমারের ১৩২টি গরু আটক করতে সক্ষম হয়েছে বিজিবি। গরুগুলো কাস্টম কর্তৃক নিলামের মাধ্যমে বিক্রি করে ১ কোটি ৪১ লাখ ৫৬ হাজার ২৪৩ টাকা সরকারি কোষাগারে জমা করা হয়েছে।

তিনি আরও জানান, সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ, নারী ও শিশু পাচাররোধ ও অভ্যন্তরীণ সন্ত্রাস দমনে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) শুরু থেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে এবং এ অভিযান অব্যাহত থাকবে।

সম্পর্কিত খবর

সোশ্যাল মিডিয়া

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

সর্বশেষ খবর