শিজক রিপোর্ট
রাঙামাটি: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির উপজাতিবিষয়ক সম্পাদক হয়েছেন রাঙামাটির আবু সাদাৎ মো. সায়েম। বুধবার (২২ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় যুবদলের সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু ও সাধারণ সম্পাদক মোনায়েম মুন্নার সই করা ২৫১ সদস্যের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়। প্রকাশিত কমিটিতে স্থান পেলেন রাঙামাটির সায়েম।
রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান- এই তিন পার্বত্য জেলা থেকে সায়েম একমাত্র যুবদলের এবারের কেন্দ্রীয় কমিটিতে স্থান পেয়েছেন। এদিকে, আবু সাদাৎ মো. সায়েমকে কেন্দ্রীয় যুবদলের উপজাতি বিষয়ক সম্পাদক নির্বাচিত করায় উচ্ছ্বাস প্রকাশের পাশাপাশি কেন্দ্রীয় নেতাদের ধন্যবাদ জানিয়েছে রাঙামাটির যুবদল নেতা-কর্মীরা।
আবু সাদাৎ মো. সায়েম রাঙামাটি জেলা ছাত্রদলের সাবেক সভাপতি। বর্তমানে তিনি জেলা যুবদলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
কেন্দ্রীয় কমিটিতে স্থান পাওয়া প্রসঙ্গে জানতে চাইলে আবু সাদাৎ মো. সায়েম শিজক ডটকমকে বলেন, “দীর্ঘদিনের রাজনীতির স্বীকৃতি পেলাম। এরজন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের নেতা তারেক রহমান ও কেন্দ্রীয় যুবদলের সভাপতি-সাধারণ সম্পাদকের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই পদে স্থান পেয়ে আমার দায়িত্ব আরও বেড়ে গেল। দেশে গণতন্ত্র ফিরিয়ে আনা, দেশনেত্রীকে কারামুক্ত ও দেশ নায়ক তারেক জিয়া দেশে ফিরিয়ে আনার আন্দোলনে নিজেকে বিলিয়ে দিব।”
প্রসঙ্গত, ২০২২ সালের ২৭ মে (শুক্রবারে) সুলতান সালাহউদ্দিন টুকুকে সভাপতি এবং মোনায়েম মুন্নাকে সাধারণ সম্পাদক করে যুবদলের আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছিল। কেন্দ্রীয় কমিটি গঠনের প্রায় নয় মাসের মাথায় পূর্নাঙ্গ কমিটি গঠন করেছে সংগঠনটি।