লোকাল করেসপনডেন্ট
নাইক্ষ্যংছড়ি: বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ মার্চ) সকাল সাড়ে ১১টার সময় অফিসার্স ক্লাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোমেন শর্মা’র সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন, নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মংলা মার্মা, থানার অফিসার ইনচার্জ (ওসি) টান্টু সাহা, উপজেলা কৃষি অফিসার এনামুল হক, উপজেলা প্রকৌশলী নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও দোছড়ি ইউপি চেয়ারম্যান মো. ইমরান, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মাঈনুদ্দিন খালেদ, আহ্বায়ক আব্দুল হামিদ, যুগ্ম আহবায়ক আমিনুল ইসলাম, সদস্য সচিব জাহাঙ্গীর আলম কাজল, ইউপি সদস্য জায়তুন জনপ্রতিনিধি ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তা প্রমুখ।
সভায় আসন্ন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রনে বাজার মনিটরিং কমিটি গঠন এবং নাইক্ষ্যংছড়িতে গরু চোরাচালান ও মাদকসহ বিভিন্ন বিষয়ে নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।