সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪

রাঙামাটিতে আইন বিষয়ক কুইজ প্রতিযোগিতা

শিজক ডেস্ক
রাঙামাটি সরকারি কলেজে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক শিক্ষামূলক সেশন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১ ডিসেম্বর) বেলা ১১টায় জেলা লিগ্যাল এইড অফিস কলেজ শিক্ষার্থীদের নিয়ে এই আয়োজন করে।

রাঙামাটি সরকারি কলেজের অধ্যক্ষ তুষার কান্তি বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ মো. জুনাইদ।

এসময় সিনিয়র সহকারী জজ মো. জুনাইদ বলেন, ‘বিনা খরচে আইনগত সহায়তা ও পরামর্শ এবং আপসে বিরোধ মীমাংসার জন্য সরকার লিগ্যাল এইডের মাধ্যমে জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে।’

অনুষ্ঠানে কলেজের ২০০ শতাধিক শিক্ষার্থী সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ক কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। অংশগ্রহণকারীদের মধ্যে ৫ জনকে বিজয়ী হিসেবে পুরস্কৃত করা হয়।

সম্পর্কিত খবর

সোশ্যাল মিডিয়া

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

সর্বশেষ খবর