বুধবার, ডিসেম্বর ২৫, ২০২৪

রাঙামাটিতে ডিমের দোকানে ম্যাজিস্ট্রেটের অভিযান, জরিমানা

শিজক রিপোর্ট
রাঙামাটি: ব্যবসায়ীদের সিণ্ডিকেটের কারণে বেশ কিছু দিন ধরে অস্থিতিরতা চলছে ডিমের বাজারে। বাজারে সরবরাহ কমসহ নানা অজুহাতে বাড়তি দাম নিচ্ছেন খুচরা ও পাইকারি ব্যবসায়ীরা। এবার রাঙামাটির ডিমের বাজারে অভিযানে নেমেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২০ আগস্ট) বিকাল ৪টার দিকে রাঙামাটি জেলা শহরের প্রাণকেন্দ্র বনরূপা বাজারে ডিমের দোকানে অভিযান চালিয়েছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইনামুল হাছান ও বিজয় কুমার জোয়ার্দার।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানিয়েছে, বনরূপা বাজারে অভিযান পরিচালনা করে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত দুইটি পাইকারি ও খুচরা ডিমের দোকানকে আড়াই হাজার টাকা করে ৫ হাজার টাকা জরিমানা করেছে।

অন্যদিকে, মূল্য তালিকা প্রদর্শন না করায় এক পেঁয়াজ-রসুন দোকানিকে ১ হাজার টাকা এবং ফুটপাতে অবৈধভাবে দোকান বসানোর কারণে আরেক দোকানি ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। পৃথক চার দোকানির কাছ থেকে মোট সাড়ে ৬ হাজার টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মুহাম্মদ ইনামুল হাছান জানান, ‘বাজারে বাড়তি দামে ডিম বিক্রয় করায় দুই দোকানিকে আড়াই হাজার টাকা করে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে এখন থেকে প্রতি পিস ডিম ১২ টাকা দরে বিক্রয় করার নির্দেশনা দেয়া হয়েছে।’

“এছাড়া একটি পেঁয়াজ-রসুনের দোকান ও ফুটপাতে দোকান বসানোর কারণে আরেক দোকানিকে জরিমানা করা হয়েছে। জেলা প্রশাসনের ভোগ্যপণ্যের বাজার মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে”- বলে জানায় নির্বাহী ম্যাজিস্ট্রেট।

সম্পর্কিত খবর

সোশ্যাল মিডিয়া

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

সর্বশেষ খবর