শিজক রিপোর্ট
রাঙামাটি: মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাঙামাটিতে দুইদিনের বইমেলা শুরু হচ্ছে আগামীকাল সোমবার। জেলা প্রশাসন আয়োজিত এবারের বইমেলায় বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, লাইব্রেরি ও প্রকাশনার স্টল থাকবে। আগামীকাল সোমবার (২০ ফেব্রুয়ারি) সকাল ১০টায় জেলাপ্রশাসক কার্যালয়ের শহিদ আব্দুল আলী মঞ্চে মেলার উদ্বোধন করা হবে। মেলায় সরকারি-বেসরকারিসহ সব মিলিয়ে ২১টি স্টল রয়েছে; যারমধ্যে দুইটি খাবারের স্টল আরেকটি হ্যান্ডি ক্রাফটের।
জেলা প্রশাসন সূত্র জানিয়েছে, সোমবার সকাল ১০টায় মেলা উদ্বোধন শেষে জেলা শিশু একাডেমির আয়োজনে রচনা প্রতিযোগিতা, জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে আবৃত্তি প্রযোগিতা। সাড়ে ১০টায় জেলা স্কাউটের আয়োজনে চিত্রাংকন ও সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা, বিকেল ৩টায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে। একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে রাঙামাটির কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হবে।
শেষ দিনের আয়োজনে ২১ ফেব্রুয়ারি সকাল ৯টায় জেলা শিশু একাডেমির আয়োজনে চিত্রাংকন ও সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা, সকাল ১১টায় সাংস্কৃতিক অনুষ্ঠঅন ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হবে। এছাড়া সোমবার ও মঙ্গলবার (২০ ও ২১ ফেব্রুয়ারি) জেলা তথ্য অফিসের পক্ষ থেকে জেলা শহরজুড়ে ভ্রাম্যমাণ চলচ্চিত্র প্রদর্শনী করা হবে জানিয়েছে প্রশাসন।
রাঙামাটি জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম হোসেন শিজক ডটকমকে জানান, দুইদিনের মেলাকে ঘিরে আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আগামীকাল সোমবার সকালে জেলাপ্রশাসক মেলার উদ্বোধন করবেন। বইমেলার স্টলে সরকারি প্রতিষ্ঠানসহ, মুক্তিযোদ্ধা, প্রকাশনা সংস্থা, খাবার ও হ্যান্ডি ক্রাফটের স্টল থাকবে।’