শুক্রবার, সেপ্টেম্বর ২০, ২০২৪

রাঙামাটিতে ‘ন্যায়কুঞ্জের’ ভিত্তিপ্রস্তর স্থাপন

শিজক রিপোর্ট
রাঙামাটি: আদালতে আগত বিচারপ্রার্থীদের সুযোগ-সুবিধার জন্য রাঙামাটি জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে নির্মিতব্য ন্যায়কুঞ্জের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। রোববার (২৫ জুন) সকালে আদালত প্রাঙ্গণে ন্যায়কুঞ্জের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বাংলাদেশ সুপ্রীম কোর্ট আপীল বিভাগের বিচারপতি বোরহান উদ্দিন।

এসময় উপস্থিত ছিলেন জেলা ও দায়রা জজ মো. সহিদুল ইসলাম, জেলাপ্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান, জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এইএম ইসমাইল হোসেন, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আবু হানিফ, জেলা যুগ্ন ও দায়রা জজ মো. মিল্টন হোসেন, জেলা লিগ্যাল এইড অফিসার মো. জুনায়েদ, অতিরিক্ত পুলিশ সুপার মারুফ আহমেদ, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো.রফিকুল ইসলাম প্রমুখ।

ন্যায়কুঞ্জের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে বিচারপতি বোরহান উদ্দিন বলেন, ‘মাননীয় প্রধান বিচারপতির নির্দেশনা অনুযায়ী বিশ্রামাগারে বিচারপ্রার্থীদের বসার ব্যবস্থা ও টয়লেট, মায়েদের জন্য আলাদা ব্রেস্ট ফিডিং কক্ষ, সুপেয় পানির ব্যবস্থা এবং একটি মিনি স্টেশনারি দোকান ইত্যাদির সংস্থান রেখে স্থাপত্য নকশা প্রণয়ন করা হয়েছে।’

তিনি বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে আগত বিচারপ্রার্থী ও জনসাধারনের ভোগান্তি লাঘব হবে। এর ফলে আদালত প্রাঙ্গণে কাজের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত হবে এবং সেবাগ্রহীতাদের জন্য প্রদত্ত সেবার মান আরও উন্নত হবে। এসময় তিনি বিচারকদের সততা, দক্ষতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।

রাঙামাটি গণপূর্ত বিভাগের বাস্তবায়নে ৪৮ লাখ ৪৬ হাজার টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। গণপূর্ত বিভাগের রাঙামাটি কার্যালয়ের সহকারী প্রকৌশলী মো. তৌকির হোসাইন বলেন, ‘এটি মূলত আদালতে আসা বিচার ও সেবাপ্রার্থীদের বিশ্রামাগার হচ্ছে। চারদিকে ইটের তৈরি ও উপরে টিনশেড ঘরের আদলে তৈরি করা হবে।’

সম্পর্কিত খবর

সোশ্যাল মিডিয়া

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

সর্বশেষ খবর