মঙ্গলবার, ডিসেম্বর ২৪, ২০২৪

রাঙামাটিতে পুলিশের অপরাধ পর্যালোচনা সভা

শিজক ডেস্ক
রাঙামাটি: জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে রাঙামাটিতে। আজ মঙ্গলবার (২৩ মে) সকালে পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় রাঙামাটির পুলিশ সুপার মীর আবু তৌহিদ সভাপতিত্ব করেন।

সভায় পুলিশ সুপার জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জঙ্গি দমন, অস্ত্র ও মাদক উদ্ধার, ট্রাফিক ব্যবস্থাপনা, সাইবার ক্রাইম, গ্রেফতারি পরোয়ানা তামিল, স্পর্শকাতর মামলাসমূহের অগ্রগতি, গোয়েন্দা কার্যক্রম জোরদারসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

সভা শেষে সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) আফজাল হোসাইনের রাঙামাটি জেলা থেকে বদলীজনিত বিদায় উপলক্ষ্যে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। এসময় পুলিশ সুপার মীর আবু তৌহিদ বিদায়ী পুলিশ কর্মকর্তা আফজাল হোসাইনকে বিদায়ী শুভেচ্ছা স্মারক প্রদান করেন এবং তাঁর সফলতা কামনা করেন।

অপরাধ সভা ও অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ সকল থানার অফিসার ইনচার্জগণ (ওসি) উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর

সোশ্যাল মিডিয়া

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

সর্বশেষ খবর