মঙ্গলবার, ডিসেম্বর ২৪, ২০২৪

রাঙামাটিতে বাসের ধাক্কায় সিএনজি-অটোরিকশার ২ যাত্রী নিহত

শিজক রিপোর্ট
রাঙামাটি: জেলা শহরে একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় সিএনজি-অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশা চালকসহ আহত হয়েছে আরও চারজন। শনিবার (৪ নভেম্বর) দুপুর আনুমানিক আড়াইটার দিকে জেলা শহরের ভেদভেদী বাজার এলাকায় এই দুর্ঘটনাটি ঘটেছে।

নিহতরা হলেন- পরী চাকমা (৪৮) ও গুরিমিলে চাকমা (৫০)। আহতরা হলেন- পিন্টু চাকমা (২২), রিপন চাকমা (৪০), রিকন চাকমা (২৬) ও পুরি চাকমা (৪৮)। হতাহতরা সবাই রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের যৌথ খামার এলাকার বাসিন্দা।

এদিকে, আহতদের উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে আনা হলে আশঙ্কাজনক অবস্থায় অটোরিকশার তিন যাত্রীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়। তবে সিএনজি-অটোরিকশা চালক পিন্টু চাকমা রাঙামাটি জেনারেল হাসপাতালের পুরুষ ওয়ার্ডে ভর্তি আছেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার দুপুরে ভেদভেদী বাজার এলাকায় সিএনজি অটোরিকশাটি সড়কের পাশে ধারক দেওয়াল নির্মাণ কাজে ব্যবহৃত একটি মেশিনের পেছনে থামান চালক। এমন সময় পেছন দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস সিএনজি অটোরিকশাটিকে ধাক্কা দেয়। অটোরিকশাটি পেছন দিক থেকে ধাক্কা খেয়ে মুহুর্তেই দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুই জন যাত্রী নিহত হন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের যৌথখামার এলাকা থেকে সিএনজি-অটোরিকশা যোগে রাঙামাটি শহরে আসছিলেন যাত্রীরা। অন্যদিকে, ঘাটক বাসটি চট্টগ্রাম থেকে রাঙামাটি শহরে প্রবেশ করছিল। বাস চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশায় ধাক্কা দেওয়ার এই দুর্ঘটনা ঘটেছে।

রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. মুহাম্মদ শওকত আকবর জানান, ‘সড়ক দুর্ঘটনায় দুই জন মারা গেছেন। আশঙ্কাজনক অবস্থায় তিন জনকে চট্টগ্রামে রেফার করা হয়েছে।

সম্পর্কিত খবর

সোশ্যাল মিডিয়া

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

সর্বশেষ খবর