রবিবার, নভেম্বর ১০, ২০২৪

রাঙামাটিতে সিইসি’র ছবি আগুনে পুড়িয়েছে ছাত্রদল

শিজক রিপোর্ট
রাঙামাটি: সরকারের পদত্যাগ, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দাবি এবং হরতালের সমর্থনে রাঙামাটিতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। মিছিল শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের একটি ছবি পুড়িয়েছে ছাত্রদলের নেতাকর্মীরা।

বুধবার (২৯ নভেম্বর) বিকালে জেলা শহরের কল্যাণপুর এলাকা থেকে হাসপাতাল এলাকা পর্যন্ত বিক্ষোভ মিছিল করে ছাত্রদল। জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আলী আকবর সুমনের নেতৃত্বে বিক্ষোভ মিছিলে নেতা-কর্মীরা অংশ নেয়।

ছাত্রদল নেতারা বলেন, ‘এই সরকারের আমলে অনুষ্ঠিত ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে ভোট চুরি করে আওয়ামী লীগ ক্ষমতায় টিকে আছে। এবারও তারা নির্বাচন কমিশনকে ব্যবহার করে বাকশালী কায়দায় ক্ষমতায় থাকতে। দেশের মানুষ এ প্রহসনের নির্বাচন মেনে নেবে না।’

এসময় সিইসির পদত্যাগ ও তফসিল বাতিলেরও দাবি জানানো হয়। বিক্ষোভ মিছিল শেষে হাসপাতাল রোড গেইট এলাকায় সিইসির ছবি পোড়ানো হয়।

সম্পর্কিত খবর

সোশ্যাল মিডিয়া

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

সর্বশেষ খবর