রবিবার, নভেম্বর ১০, ২০২৪

রাঙামাটিতে হিজড়াদের সঙ্গে লিগ্যাল এইড অফিসের সভা

শিজক ডেস্ক
রাঙামাটি: জেলায় ট্রান্সজেন্ডার, হিজড়া, লিঙ্গ বৈচিত্র্যময় জনগোষ্ঠীর ন্যায়বিচার প্রাপ্তি এবং আইনি সেবাগ্রহণ নিশ্চিত করতে মতবিনিময় সভা করেছে জেলা লিগ্যাল এইড অফিস। রোববার (২৪ সেপ্টেম্বর) সকালে জেলা লিগ্যাল এইড অফিসে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ মো. জুনাইদ হিজড়াদের ওপর চলমান সামাজিক বিভিন্ন নির্যাতন-নিপীড়নের ঘটনা শুনেন। হিজড়া নেতা নয়ন তারা নিজ জনগোষ্ঠীর দৈনন্দিন জীবনযাপনে তাদের চরম অসহায়ত্বের কথা তুলে ধরেন।

এসময় জেলা লিগ্যাল এইড অফিসার সরকারি খরচে আইনগত সহায়তার বিষয়ে লিগ্যাল এইড অফিসের সেবার কথা তুলে ধরেন এবং হিজড়ারা বেআইনি নির্যাতনের শিকার হলে লিগ্যাল এইড অফিসের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেন।

সভায় রাঙামাটির হিজড়া জনগোষ্ঠীর পক্ষ থেকে নয়ন তারা, রোজা মনি, পলক, নিশানি, ঝুমু, ঝিলিক দিলরুবা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর

সোশ্যাল মিডিয়া

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

সর্বশেষ খবর