প্রান্ত রনি, শিজক রিপোর্ট
রাঙামাটি: পার্বত্য চট্টগ্রামের দুই জেলা রাঙামাটি ও বান্দরবানে জেলাপ্রশাসক (ডিসি) পদে নতুন নিয়োগ দিয়েছে সরকার।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব মোহাম্মদ মোশারফ হোসেন খান’কে রাঙামাটি জেলাপ্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবং ঢাকা উত্তর সিটি করপোরেশন মেয়রের একান্ত সচিব (উপসচিব) শাহ্ মোজাহিদ উদ্দিন’কে বান্দরবানের জেলাপ্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসাবে নিয়োগ দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (৬ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার উপসচিব ভাস্কর দেবনাথ বাপ্পির সই করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানিয়েছে মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে একই সঙ্গে রাঙামাটি ও বান্দরবান জেলাসহ মোট ১০ জেলায় জেলাপ্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে বদলি ও নিয়োগ দিয়েছে সরকার।
রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিবের সই করা প্রজ্ঞাপনে আরও জানানো হয়েছে, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
বদলির বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটির জেলাপ্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান। নতুন পদায়নকৃত জেলাপ্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খানও নিয়োগের বিষয়ে নিশ্চিত করেছেন।