রবিবার, নভেম্বর ১০, ২০২৪

রাঙামাটির নতুন ডিসি মোশারফ, বান্দরবানে মোজাহিদ

প্রান্ত রনি, শিজক রিপোর্ট
রাঙামাটি: পার্বত্য চট্টগ্রামের দুই জেলা রাঙামাটি ও বান্দরবানে জেলাপ্রশাসক (ডিসি) পদে নতুন নিয়োগ দিয়েছে সরকার।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব মোহাম্মদ মোশারফ হোসেন খান’কে রাঙামাটি জেলাপ্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবং ঢাকা উত্তর সিটি করপোরেশন মেয়রের একান্ত সচিব (উপসচিব) শাহ্ মোজাহিদ উদ্দিন’কে বান্দরবানের জেলাপ্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসাবে নিয়োগ দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৬ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার উপসচিব ভাস্কর দেবনাথ বাপ্পির সই করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানিয়েছে মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে একই সঙ্গে রাঙামাটি ও বান্দরবান জেলাসহ মোট ১০ জেলায় জেলাপ্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে বদলি ও নিয়োগ দিয়েছে সরকার।

রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিবের সই করা প্রজ্ঞাপনে আরও জানানো হয়েছে, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

বদলির বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটির জেলাপ্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান। নতুন পদায়নকৃত জেলাপ্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খানও নিয়োগের বিষয়ে নিশ্চিত করেছেন।

সম্পর্কিত খবর

সোশ্যাল মিডিয়া

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

সর্বশেষ খবর