শুক্রবার, সেপ্টেম্বর ২০, ২০২৪

রাঙামাটির ৫ প্রার্থীরই মনোনয়ন বৈধ

শিজক রিপোর্ট
রাঙামাটি: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটি আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী ৫ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে রিটার্নিং অফিসার।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ নম্বর সংসদীয় আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে মনোনয়নপত্রে সব তথ্য সঠিকভাবে লিপিবদ্ধ থাকায় মনোনয়নপত্র জমা দেয়া ৫ প্রার্থী সকলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

রোববার (৩ ডিসেম্বর) বেলা ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে রিটার্নিং অফিসার ও জেলাপ্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান মনোনয়নপত্র বৈধ ঘোষণা দেন। এসময় প্রার্থী ও প্রার্থীর প্রস্তাবকারী এবং সমর্থনকারীদের উপস্থিত ছিলেন।

বৈধ প্রার্থীরা হলেন- জনসংহতি সমিতি সমর্থিত স্বতন্ত্র প্রার্থী ঊষাতন তালুকদার, আওয়ামীলীগ মনোনীত প্রার্থী দীপংকর তালুকদার, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী হারুনুর রশিদ, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট মনোনীত প্রার্থী অমর কুমার দে এবং তৃণমুল বিএনপির মনোনীত প্রার্থী মোহাম্মদ মিজানুর রহমান।

জেলার নির্বাচন অফিসের সর্বশেষ তথ্যানুযায়ী, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটির ১০ উপজেলার দুই পৌরসভাসহ মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৭৯ হাজার ৩১৭ জন। এরমধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫০ হাজার ৯৪৪ এবং নারী ভোটার সংখ্যা ২ লাখ ২৮ হাজার ৩৭৩ জন।

সম্পর্কিত খবর

সোশ্যাল মিডিয়া

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

সর্বশেষ খবর