শুক্রবার, সেপ্টেম্বর ২০, ২০২৪

রাঙামাটির ৭৫৪ শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে উন্নয়ন বোর্ড

শিজক রিপোর্ট
রাঙামাটি: জেলার ৭৫৪ জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি বিতরণ করেছে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড। রোববার (৫ নভেম্বর) সকালে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের রাঙামাটিস্থ প্রধান কার্যালয়ের মাইনি হলরুমে এ শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।

শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং রাঙামাটি আসনের সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি।

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান সুপ্রদীপ চাকমার সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বোর্ডের ভাইস চেয়ারম্যান হারুনুর অর রশিদ, রাঙামাটি জেলাপ্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান, পুলিশ সুপার মীর আবু তৌহিদ, বোর্ডের সদস্য (পরিকল্পনা) জসিম উদ্দীন প্রমুখ।

বোর্ড সূত্র জানিয়েছে, উন্নয়ন বোর্ড রাঙামাটিতে কলেজ পর্যায়ে শিক্ষার্থীদের ৭ হাজার টাকা করে ২৩ লাখ ১০ হাজার, বিশ্ববিদ্যালয় পর্যায়ে ১০ হাজার টাকা করে ৪২ লাখ ৪০ হাজার টাকাসহ সর্বমোট ৭৫৪ জন শিক্ষার্থীর মাঝে ৬৫ লাখ ৫০ হাজার টাকা শিক্ষাবৃত্তি প্রদান করে।

সম্পর্কিত খবর

সোশ্যাল মিডিয়া

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

সর্বশেষ খবর