বুধবার, নভেম্বর ১৩, ২০২৪

রাঙামাটির ৮১ হাজার শিশু পাবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

শিজক রিপোর্ট
রাঙামাটি: আগামী ২০ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য এবারের জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে রাঙামাটি জেলায় ৮১ হাজার ৭৭৬ শিশুকে ক্যাম্পেইনের আওতায় আনা হবে। এরমধ্যে ৬-১১ মাস বয়সী ৯ হাজার ২৫১ শিশুকে নীল রঙের এবং ১২-৫৯ মাস বয়সী ৭২ হাজার ৪২৫ শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে রাঙামাটি জেলা সিভিল কার্যালয়ের সম্মেলন কক্ষে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৩ উপলক্ষ্যে আয়োজিত সাংবাদিক ওরিয়েন্টেশন সভায় এ তথ্য জানানো হয়েছে।

সভায় সিভিল সার্জন ডা. বিপাশ খীসা জানান, “এবারের জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে ৮১ হাজার ৭৭৬ শিশুকে আওতায় আনার লক্ষ্যমাত্রা রয়েছে। এরমধ্যে ৬-১১ মাস বয়সী ৯ হাজার ২৫১ শিশু ও ১২-৫৯ মাস বছরের ৭২ হাজার ৪২৫ শিশুকে ক্যাপসুল খাওয়ানো হবে। আগামী ২০ ফেব্রুয়ারি এবারের ক্যাম্পেইন শুরু হলেও লক্ষ্যমাত্রা পূরণ পর্যন্ত এ কার্যক্রম চলমান থাকবে। রাঙামাটির দুর্গম এলাকায় সমানভাবে সবাইকে টিকার আওতায় আনা সম্ভব হবে না। তাই লক্ষ্যমাত্রা পূরণ পর্যন্ত স্বাস্থ্য বিভাগের ক্যাম্পেইন চলমান থাকবেন। যে কারণে এক সপ্তাহের বেশিও সময় লাগতে পারে।”

তিনি আরও জানান, রাঙামাটি পৌরসভা এলাকা ও জেলার ১০ উপজেলা মিলে মোট ১ হাজার ২৭২টি কেন্দ্রে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। প্রতিটি কেন্দ্রে দুজন করে ২ হাজার ৫৪৪ জন টিকাকর্মী নিয়োজিত থাকবেন। স্থানীয় ইউএনও এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা টিকা কার্যক্রম মনিটরিং করবেন।

সভায় জেলা সিভিল সার্জন ডা. বিপাশ খীসার সভাপতিত্বে কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. আবু ফয়সালসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর

সোশ্যাল মিডিয়া

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

সর্বশেষ খবর