সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪

রাঙামাটি থেকে নিখোঁজ কিশোরী কর্ণফুলীতে উদ্ধার

শিজক ডেস্ক

রাঙামাটির আসামবস্তি এলাকা থেকে ৫ দিন আগে নিখোঁজ হওয়া কিশোরী চন্দ্রাকে (১৬) উদ্ধার করেছে কর্ণফুলী থানা পুলিশ। নিখোঁজের পাঁচ দিন পর শনিবার (৪ মে) রাত ৯টার দিকে কর্ণফুলীর বন্দর পুলিশ ফাঁড়ি রায়পুর এলাকা তাকে উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানাধীন বন্দর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মিজানুর রহমান। উদ্ধার হওয়া কিশোরী চন্দ্রা রাঙামাটির পৌর এলাকার আসামবস্তির মঞ্জু কর্মকারের মেয়ে বলে জানা গেছে।

রাঙামাটির কোতোয়ালি থানা সূত্রে জানা যায়, গত ২৯ এপ্রিল (সোমবার) দুপুর ১২টার দিকে নিজ এলাকার অনুকূল গলির বাসা থেকে নিঁখোজ হন। এমনকি সম্ভাব্য সকল জায়গায় খুঁজাখুঁজি করেও না পাওয়ায় গত ৩ মে শুক্রবার তাঁর মা রাঙামাটির কোতোয়ালি থানায় জিডি করেন। যার জিডি নম্বর-১৩৭।

রাঙামাটির কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আলী বলেন, ‘নিখোঁজের পাঁচ দিন পর সিএমপি কর্ণফুলী থানার পুলিশ কিশোরীকে উদ্ধার করেছে বলে জেনেছি। পরে থানায় আসলে অভিভাবকদের কাছে হস্তান্তর করার আগে বিস্তারিত জানা যাবে, কেন নিখোঁজ ছিলেন।’

কর্ণফুলী থানাধীন বন্দর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মিজানুর রহমান বলেন, ‘কিশোরীকে উদ্ধার করা হয়েছে। সঙ্গত কারণে অনেক বিষয় বলা যাচ্ছে না। তবে শিগগিরই তাঁকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তাঁদের খবর দেওয়া হয়েছে।’

খবর:দৈনিক আজাদী’

সম্পর্কিত খবর

সোশ্যাল মিডিয়া

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

সর্বশেষ খবর