মঙ্গলবার, ডিসেম্বর ২৪, ২০২৪

রাঙামাটি মৎস্য উন্নয়ন ও বিপননকেন্দ্রের নতুন ব্যবস্থাপক আশরাফুল

শিজক রিপোর্ট
রাঙামাটি: বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) অধীন রাঙামাটি মৎস্য উন্নয়ন ও বিপনন কেন্দ্রের ব্যবস্থাপক পদে রদবদল করেছে সরকার।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রনালয়ের প্রেষণ-১ শাখার উপসচিব আব্দুল্লাহ আরিফ মোহাম্মদের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনের আদেশে রাঙামাটি মৎস্য উন্নয়ন ও বিপনন কেন্দ্রের ব্যবস্থাপক লেফটেন্যান্ট কমান্ডার মুহাম্মদ তৌহিদুল ইসলামকে বদলি করে বাংলাদেশ নৌ-বাহিনীতে প্রত্যাবর্তন করা হয়েছে।

অন্যদিকে, বাংলাদেশ নৌ-বাহিনীর কমান্ডার মো. আশরাফুল আলম ভূঁইয়াকে রাঙামাটি মৎস্য উন্নয়ন ও বিপনন কেন্দ্রের ব্যবস্থাপক হিসেবে পদায়ন করা হয়েছে।

জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও জানানো হয়েছে জনপ্রশাসন মন্ত্রনালয়ের ওই প্রজ্ঞাপনে।

সম্পর্কিত খবর

সোশ্যাল মিডিয়া

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

সর্বশেষ খবর