বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৪

রাত পোহালেই ভোট

রাত পোহালেই শুরু হচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টায় শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। নির্বাচনে তিন পার্বত্য জেলায় মোট ৯ জন প্রার্থী রয়েছেন। খাগড়াছড়িতে চারজন, রাঙামাটিতে তিনজন এবং বান্দরবানে দুইজন। ২৯৮ নম্বর আসনটিতে মোট প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন চারজন।

খাগড়াছড়িতে আওয়ামী লীগের প্রার্থী হয়ে তিনবার সংসদ সদস্য নির্বাচিত কুজেন্দ্র লাল ত্রিপুরা এবারও নৌকার মনোনীত প্রার্থী হয়েছেন। জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী হয়েছেন মিথিলা রোয়াজা, তৃণমূল বিএনপির সোনালী আঁশ প্রতীকের প্রার্থী হয়েছেন উশেপ্রু মারমা এবং ন্যাশনাল পিপল্স পার্টির আম প্রতীকের প্রার্থী হয়েছেন মো. মোস্তফা।

রাঙামাটিতে তিন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে রয়েছেন আওয়ামী লীগের প্রার্থী হয়ে চারবার নির্বাচিত সংসদ সদস্য দীপংকর তালুকদার; তিনি এবারসহ নৌকার মনোনীত প্রার্থী হয়েছেন জাতীয় সংসদ নির্বাচনে ভোটযুদ্ধে নেমেছেন সপ্তমবারের মতো। তৃণমূল বিএনপির সোনালী আঁশ প্রতীকের প্রার্থী হয়েছেন মো. মিজানুর রহমান এবং বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের ছড়ি (লাঠি) প্রতীকের প্রার্থী হয়েছেন সাবেক আওয়ামী লীগ নেতা অমর কুমার দে।

বান্দরবানে আওয়ামী লীগের প্রার্থী হয়ে ছয়বারের নির্বাচিত সংসদ সদস্য বীর বাহারদুর উশৈসিং। তিনি এবারসহ সাতবারের মতো নৌকার মনোনীত প্রার্থী হয়েছেন। অন্যদিকে, জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক নিয়ে লড়বেন এটিএম শহিদুল ইসলাম।

খাগড়াছড়ি পার্বত্য জেলায় মোট ভোটার সংখ্যা ৫ লাখ ১৫ হাজার ৪১৯ জন। এরমধ্যে নারী ভোটার ২ লাখ ৫৩ হাজার ৩৭৩, পুরুষ ভোটার ২ লাখ ৬২ হাজার ৪৪ এবং দুইজন হিজড়া ভোটার রয়েছেন।

রাঙামাটি জেলায় মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৭৪ হাজার ৩৫৪ জন। এরমধ্যে নারী ভোটার ২ লাখ ২৭ হাজার ৩৬, পুরুষ ভোটার ২ লাখ ৪৭ হাজার ৩১৬ এবং হিজড়া ভোটার রয়েছেন দুইজন।

বান্দরবান জেলায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ৮৮ হাজার ৩০ জন। এরমধ্যে নারী ভোটার ১ লাখ ৩৯ হাজার ৪৪৬, পুরুষ ভোটার ১ লাখ ৪৮ হাজার ৫৮৪।

খাগড়াছড়ির ১৯৬টি ভোটকেন্দ্রের মধ্যে দুর্গম এলাকার তিনটি ভোটকেন্দ্র রয়েছে ‘হেলিসর্টি’ অর্থাৎ এই তিনটি ভোটকেন্দ্রে নির্বাচনি সরঞ্জাম ও ভোটগ্রহণ কর্মকর্তাদের যেতে হয় হেলিকপ্টারে করে। রাঙামাটির ২১৩টি ভোটকেন্দ্রের মধ্যে দুর্গম এলাকার ১৮টি ভোটকেন্দ্র রয়েছে ‘হেলিসর্টি’। বান্দরবানের ১৮২টি ভোটকেন্দ্রের মধ্যে দুর্গম এলাকার ১২টি ভোটকেন্দ্র রয়েছে ‘হেলিসর্টি’।

সম্পর্কিত খবর

সোশ্যাল মিডিয়া

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

সর্বশেষ খবর