শিজক ডেস্ক
রাঙামাটি: প্রো-বেটার লাইফের (পিবিএল) উদ্যোগে রাঙামাটিতে ‘আইটি ক্যারিয়ার গাইডেন্স’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ ডিসেম্বর) সকাল ১০টায় জেলা শহরের বনরূপায় পিবিএল হলরুমে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ৩০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এতে গাইড স্পিকার হিসেবে ছিলেন- প্রোগ্রামার ফয়সাল ওয়াহিদ, ওয়েব ডেপলোপার শরিফুল ইসলাম এবং নেটওয়ার্কিং এক্সপার্ট মো. তারেক মুছা। সেমিনারে স্পিকাররা ওয়েব অ্যান্ড সফটওয়ার, সাইবার সিকিউরিটি, নেটওয়ার্কিং টেকনোলজিসহ আইটি ক্ষেত্রে উচ্চ চাহিদা সম্পন্ন কাজের সম্ভাবনা এবং পরিধি নিয়ে আলোচনা করা হয়।
এদিন সকালে প্রো-বেটার লাইফের (পিবিএল) অ্যাসিসটেন্ট ম্যানেজিং ডিরেক্টর মো. আব্দুল কাদের সেমিনারের উদ্বোধন ঘোষনা করেন। সেমিনারের সঞ্চালনা করেন পিবিএলের পাবলিক রিলেশন অ্যান্ড সেলস ম্যানেজার নুকু চাকমা।
পিবিএল জানিয়েছে, প্রতিষ্ঠালগ্ন থেকেই তারা মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে; এরই ধারাবাহিকতায় আইটিতে কিভাবে ক্যারিয়ার গড়া যায় সে বিষয়ে তরুণ প্রজন্মকে দিকনির্দেশনা দেওয়া ছিল সেমিনারের মূল লক্ষ্য।
পিবিএল আইটিবিষয়ক বিভিন্ন কোর্স, গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, ওয়েব অ্যান্ড সফটওয়ার, সাইবার সিকিউরিটি, নেটওয়াকিং ইত্যাদি কোর্সগুলো প্রদান করে। প্রযুক্তির এ যুগে তরুণদের আইটিতে ক্যারিয়ার গড়ার সুবর্ণ সুযোগ করে দিতে পিবিএল নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানান প্রতিষ্ঠানের কর্তারা।