রবিবার, নভেম্বর ১০, ২০২৪

রাবিপ্রবি’র সঙ্গে ইবি’র সমঝোতা স্মারক সই

শিজক ডেস্ক
রাঙামাটি: শিক্ষা ও গবেষণা কার্যক্রম পরিচালনার লক্ষে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি) সঙ্গে সমঝোতা স্মারক সই করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। বুধবার বিকাল সাড়ে ৩টায় রাবিপ্রবি’র বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার সভা কক্ষে স্মারক সই অনুষ্ঠিত হয়।

এসময় রাবিপ্রবি রেজিস্ট্রারের পক্ষে জনসংযোগ দপ্তরের উপ-পরিচালক মো. সাইফুল আলম স্মারক বিনিময় এবং ইবি’র পক্ষে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. আলমগীর হোসেন ভুঁইয়া সমঝোতা স্মারকে সই করেন।

সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে রাবিপ্রবি’র ভাইস চ্যান্সেলর প্রফেসর ড.সেলিনা আখতার, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কাঞ্চন চাকমা, প্রক্টর জুয়েল সিকদার, ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. মাহবুবুর রহমান, রেজিষ্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ এম আলি হাসান এবং উপ-রেজিষ্ট্রর চন্দন কুমার দাশ প্রমুখ উপস্থিত ছিলেন।

রাবিপ্রবির জনসংযোগ দপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সমঝোতা স্মারকের আওতায় দুই প্রতিষ্ঠানের মধ্যে শিক্ষক ও শিক্ষার্থী বিনিময় এবং যৌথ গবেষণা, প্রকাশনাসহ অন্যান্য একাডেমিক কার্যক্রম এবং দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে সাংস্কৃতিক সেতুবন্ধন তৈরি হবে।

সম্পর্কিত খবর

সোশ্যাল মিডিয়া

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

সর্বশেষ খবর