বৃহস্পতিবার, নভেম্বর ১৪, ২০২৪

শহরের বর্জ্য অপসারণে থ্রি হুইলার চালু করেছে রাঙামাটি পৌরসভা

শিজক রিপোর্ট
রাঙামাটি: পৌর এলাকার বর্জ্য অপসারণের কাজকে আরও গতিশীল করতে থ্রি হুইলার আবর্জনা ভ্যান কার্যক্রমের উদ্বোধন করেছে রাঙামাটি পৌরসভা। বৃহস্পতিবার (২ নভেম্বর)সকালে পৌরসভা প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন করেন পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী।

পৌরসভা কার্যালয় সূত্র জানিয়েছে, তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় বর্জ্য অপসারণের লক্ষ্য এই থ্রি হুইলার আবর্জনা ভ্যান শহরের বিভিন্ন অলি-গলি থেকে ময়লা অপসারণে কাজ করবে। বৃহস্পতিবার থেকেই প্রকল্পের দেয়া ৫টি থ্রি হুইলার আবর্জনা ভ্যান দিয়ে শহরে আবর্জনা অপসারণ কার্যক্রম শুরু করেছে পৌরসভা।

পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী বলেন, ‘আবর্জনা অপসারণের জন্য বড় ট্রাকের সঙ্গে এই ছোট থ্রি হুইলার ভ্যান গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে পর্যটন নগরী রাঙামাটিতে। শহরকে পরিষ্কার রাখার কাজ আরও অনেক বেশি গতিশীল হবে।’

তিনি নির্দিষ্ট সময়ে ও স্থানে পৌরবাসীকে ময়লা আবর্জনা ফেলার আহবানও জানিয়েছেন।

উদ্বোধনী অনুষ্ঠান পৌরসভার কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর

সোশ্যাল মিডিয়া

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

সর্বশেষ খবর