রবিবার, নভেম্বর ১০, ২০২৪

সংখ্যালঘুদের ওপর নিপীড়নের বিচার আজও দেখিনি: রানা দাশগুপ্ত

শিজক রিপোর্ট
রাঙামাটি: বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত বলেছেন, ‘সংবিধান অনুসারে বাংলাদেশের মালিক হচ্ছে বাংলাদেশের জনগণ। সংবিধান অনুসারে মানুষের মৌলিক অধিকার ভোটদানের অধিকার বাংলাদেশের মানুষের হাতে থাকছে কিনা সে নিয়ে আমরা চিন্তিত। অতীতে নির্বাচনের আগে-পরে নানা সংকট দেখেছি। নির্বাচনের আগে ও পরে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতন-নিপীড়ন চালায় সাম্প্রদায়িক গোষ্ঠী; আজ পর্যন্ত তার কোনো বিচার আমরা দেখিনি।’

শুক্রবার (৮ সেপ্টেম্বর) সকালে রাঙামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট প্রাঙ্গণে জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ত্রি-বার্ষিক কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রানা দাশগুপ্ত বলেন, ‘সামনের জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিশ্বের পরাশক্তি দেশগুলো আন্তর্জাতিক রাজনীতিতে নেমেছে। বাংলাদেশর নির্বাচন কেমন হবে? কিভাবে সাধারণ মানুষ ভোট দিবে; তা নির্ধারণ করবে দেশের রাজনৈতিক দলগুলো। এতে আন্তর্জাতিক রাজনীতি দেখে আমরা উদ্বিগ্ন ও শঙ্কিত।’

তিনি শঙ্কা প্রকাশ করেন, ‘আমরা মনে করছি আগামী নির্বাচনের আগে বা পরে যে কোনো সময় একটি গভীর সংকটের মুখোমুখি আমাদের হতে হবে। নাগিনীরা চারিদিকে বিষাক্ত নিঃশ্বাস ফেলছে। সে সংকট থেকে উত্তোরণে জাতীয় সংখ্যালঘুদের ঐক্যবদ্ধ হতে হবে।’

এসময় তিনি আন্তর্জাতিক রাজনীতি রুখতে জাতীয় রাজনৈতিক দলগুলোকে সজাগ হওয়া ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন।

শুক্রবার সকাল ১০টায় জেলা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট প্রাঙ্গণে ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ও সাবেক সংসদ সদস্য ঊষাতন তালুকদার।

সম্মেলনে জেলা ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি দীপন ঘোষের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক উত্তম কুমার চক্রবর্তী ও শ্যামল পালিত, বাংলাদেশ আদিবাসী ফোরাম পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের সভাপতি প্রকৃতি রঞ্জন চাকমা প্রমুখ।

সম্পর্কিত খবর

সোশ্যাল মিডিয়া

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

সর্বশেষ খবর