রবিবার, নভেম্বর ১০, ২০২৪

সাংবাদিক পলাশ বড়ুয়া’র পরিবারের পাশে খাগড়াছড়ি জেলা পরিষদ

শিজক ডেস্ক
খাগড়াছড়ি: পার্বত্য জেলা পরিষদ প্রয়াত সাংবাদিক পলাশ বড়ুয়া’র পরিবারের পাশে থাকবে; তারই অংশ হিসেবে তাঁর মরণোত্তর ধর্মীয় শ্রাদ্ধক্রিয়া সম্পন্ন করার লক্ষ্যে খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অনুদান প্রেরণ করেছেন।

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের জনসংযোগ কর্মকর্তা চিংলামং চৌধুরী শনিবার (৫ জুলাই) বিকেলে পলাশ বড়ুয়ার স্ত্রী উর্মি বড়ুয়া’র হাতে এই অনুদান হস্তান্তর করেন।

হস্তান্তরের সময় খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের (কেইউজে) সভাপতি প্রদীপ চৌধুরী, সাধারণ সম্পাদক সৈকত দেওয়ান এবং নির্বাহী সদস্য রূপায়ন তালুকদার উপস্থিত ছিলেন। এসময় সামাজিক প্রতিনিধি হিসেবে হাচনসনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবপ্রিয় বড়ুয়া উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: না ফেরার দেশে চলে গেলেন সাংবাদিক পলাশ

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী সাংবাদিক পলাশ বড়ুয়া অসুস্থ হবার পর থেকেই নিয়মিত খোঁজ-খবর রেখেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন।

জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী জানিয়েছেন, তিনি দাপ্তরিক প্রয়োজনে জরুরি ভাবে ঢাকায় যাচ্ছেন। সাংবাদিক পলাশ বড়ুয়া’র পরিবারের পাশে থাকার জন্য মাননীয় সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা’র নির্দেশনা অনুযায়ী সব ধরণের পদক্ষেপ নেয়া হবে।

সম্পর্কিত খবর

সোশ্যাল মিডিয়া

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

সর্বশেষ খবর