রবিবার, নভেম্বর ১০, ২০২৪

সোমবার থেকে কাপ্তাই হ্রদে চলাচল করবে যাত্রীবাহী লঞ্চ: মালিক সমিতি

শিজক রিপোর্ট
রাঙামাটি: আগামীকাল সোমবার (৭ আগস্ট) সকাল থেকে রাঙামাটিতে যাত্রীবাহী লঞ্চ চলাচল শুরু করবে। রোববার (৬ আগস্ট) রাত সাড়ে ১০টায় বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটি জেলা লঞ্চ মালিক সমিতির সভাপতি মো. মঈনুদ্দিন সেলিম।

মঈনুদ্দিন সেলিম শিজক ডটকমকে জানিয়েছেন, সোমবার সকাল থেকে রাঙামাটি শহর থেকে বিভিন্ন উপজেলার উদ্দেশ্যে যাত্রীবাহী লঞ্চ ছেড়ে যাবে এবং উপজেলা থেকে জেলা শহরে লঞ্চ ফিরবে। তবে কাপ্তাই হ্রদে কেবল যাত্রীবাহী লঞ্চ চলাচল শুরু হলেও ট্যুরিস্ট বোট চলাচল বন্ধের সিদ্ধান্ত বলবৎ রয়েছে বলেই জানান তিনি।

আরও পড়ুন: কাপ্তাই হ্রদে নৌযান চলাচলে নিষেধাজ্ঞা

এর আগে, শনিবার (৫ আগস্ট) দুপুরে রাঙামাটির কাপ্তাই হ্রদে সকল ধরণের নৌযান চলাচলে নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত জানায় জেলা প্রশাসন। রাঙামাটিতে টানা অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে জানমালের নিরাপত্তার স্বার্থে এই সতর্কীকরণ বিজ্ঞপ্তি দিয়েছিল প্রশাসন।

তবে যাত্রীদের কথা বিবেচনা করে লঞ্চ চলাচল পুনরায় শুরু করা হয়েছে বলে জানিয়েছে জেলা লঞ্চ মালিক সমিতি।

সম্পর্কিত খবর

সোশ্যাল মিডিয়া

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

সর্বশেষ খবর