রবিবার, নভেম্বর ১০, ২০২৪

‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণে কাপ্তাইয়ে সভা

লোকাল করেসপনডেন্ট
কাপ্তাই: রাঙামাটির কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের করণীয়’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ মার্চ) বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ ‘কিন্নরী’তে এ সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমন দে’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মফিজুল হক।

এতে বিশেষ অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মো. নাছির উদ্দীন, কাপ্তাই থানার ওসি (তদন্ত) নুরুল আলম, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা ফজলে রাব্বি ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মাহমুদ হাসান। স্বাগত বক্তব্যের মাধ্যমে ধারণাপত্র উপস্থাপন করেন কাপ্তাই উপজেলা সহকারী তথ্য অফিসার মো. দেলোয়ার হোসাইন।

সভায় বক্তারা ‘স্মার্ট বাংলাদেশ’ বির্নিমাণে বিভিন্ন করণীয় বিষয় সম্পর্কে বক্তব্য রাখেন। তারা আলোচনায় ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণে নাগরিকদের অনলাইন ডাটাবেস তৈরি, ডিজিটাল ব্যাংক অ্যাকাউন্ট খোলা, ফ্রি-ল্যান্সারের সংখ্যা বৃদ্ধি, কারিগরি প্রশিক্ষণপ্রাপ্ত জনবল বৃদ্ধি, শিক্ষাক্ষেত্রে মেগাপ্রকল্প গ্রহণ, ডিজিটাল সেবা বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ের ওপর গুরুত্বারোপ করেন।

সম্পর্কিত খবর

সোশ্যাল মিডিয়া

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

সর্বশেষ খবর