শিজক রিপোর্ট
রাঙামাটি: সরকার পতনের এক দফা দাবিতে রোববার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। একই দিনে পৃথকভাবে হরতাল ডেকেছে জামায়াতও। কিন্তু হরতাল ডেকেও রাঙামাটির রাস্তায় দেখা মেলেনি বিএনপি-জামায়াত নেতাকর্মীদের। সকালের দিকে বিএনপির নেতাকর্মীরা সংঘটিত হলে চাইলে তাদের ছত্রভঙ্গ করে দেয়া হয় এবং ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সরেজমিন দেখা গিয়েছে, রাঙামাটি জেলা শহরের অভ্যন্তরীণ একমাত্র যোগাযোগমাধ্যম সিএনজি অটোরিকশা চলাচল স্বাভাবিক ছিল। মোটর-সাইকেল ও অটোরিকশা চলাচল নির্বিঘ্নে হওয়ায় অভ্যন্তরীণ যোগাযোগে কোনো প্রভাব পড়েনি। অন্যদিকে, রাঙামাটি থেকে চট্টগ্রামগামী পাহাড়িকা সুপার সার্ভিস বাস চলাচল করলেও অন্যদিনের চেয়ে কম।
অফিস-আদালত খুলেছে আগের নিয়মেই। উপজেলাগুলোতেও হরতালে কোনো পিকেটিংয়ের খবর পাওয়া যায়নি। এক কথায় রাঙামাটির যে চিরচেনা রূপ সেটি বিএনপি-জামায়াতের ডাকা হরতালে তেমন পরিবর্তন দেখা যায়নি; জনজীবনে পড়েনি প্রভাব। তবে শহরের বিভিন্ন এলাকা, মোড়ে মোতায়েন ছিল অতিরিক্ত পুলিশ।
পুলিশের অভিযোগ, রোববার (২৯ অক্টোবর) ভোর থেকে রাঙামাটিতে বিএনপি-জামায়াতের ডাকা হরতাল শান্তিপূর্ণভাবে পালিত হলেও সকালের দিকে জেলা শহরের ভেদভেদি এলাকায় বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিশৃঙ্খলার চেষ্টা করায় নয় জনকে গ্রেপ্তার করে পুলিশ।
তবে এ ব্যাপারে সঠিক তথ্য জানাতে পারেনি বিএনপি। বিভিন্ন কর্মসূচি সম্পর্কে জেলা বিএনপির মিডিয়া সেল থেকে তথ্য জানানো হলেও হরতাল আর গ্রেপ্তারেরর ঘটনায় নাম প্রকাশ করে তথ্য দিতে চাইছে না বিএনপির মিডিয়া সেলের দায়িত্বরতরাও। হরতালের দিন সকাল থেকেই জেলা বিএনপির কার্যালয় রয়েছে বন্ধ। কার্যালয়ের আশপাশেও দেখা মেলেনি নেতাকর্মীদের।
কর্মীদের অভিযোগ, ‘গ্রেপ্তার আতঙ্কে মুখ খুলছেন না বিএনপির নেতারা। অনেকে রাস্তাঘাটেও বের হচ্ছেন না, থাকছেন আত্মগোপনে’।
রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু বলেন, ‘আমাদের অসংখ্য নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে। রাঙামাটিতে আমাদের কত জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে; এটার সঠিক তথ্য নেই। আমি রাঙ্গামাটির বাহিরে আছি, তবে নেতাকর্মীদের আটকের খবর পাচ্ছি।’
নাম প্রকাশে অনিচ্ছুক এক নেতা দাবি করেছেন, ‘ঢাকার সমাবেশ থেকে বাসযোগে ফেরার পথে জেলা শহরের ভেদভেদী থেকে ৭ জনকে বাস থেকে নামিয়ে গ্রেপ্তার করে পুলিশ।’
রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন জানান, ‘রাঙামাটিতে হরতালে কোথাও কোনো ধরণের অপ্রীতকর ঘটনার খবর পাওয়া যায়নি। সকালের দিকে বিএনপির নেতাকর্মীরা সংঘটিত হতে চাইলেও পুলিশ ছত্রভঙ্গ করে দিয়েছি। এছাড়া ভেদভেদি এলাকা থেকে সকালে বিএনপির ৯ নেতাকর্মীকে আটক করা হয়েছে।’
অন্যদিকে, বিএনপি-জামায়াতের ডাকা হরতাল প্রতিরোধে রোববার সকাল ১০টার দিকে রাঙামাটি পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে ‘শান্তি সমাবেশ’ করেছে আওয়ামী লীগ। কর্মসূচি থেকে আওয়ামী লীগ নেতারা হরতালকে প্রতিহত ও বিএনপি-জামায়াতের ‘নৈরাজ্য’ ঠেকাতে নেতাকর্মীদের রাজপথে থাকার নির্দেশনা দিয়েছেন।