শুক্রবার, সেপ্টেম্বর ২০, ২০২৪

৩১ বছর আগের ধর্ষণ মামলায় দুই আসামির ১৪ বছর করে জেল

শিজক রিপোর্ট
রাঙামাটি: ১৯৯১ সালের এক ধর্ষণ মামলার দুই আসামিকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন রাঙামাটির বিশেষ টাইব্যুনাল আদালত নং-১। সোমবার (১৭ জুলাই) দুপুরে রাঙামাটি বিশেষ টাইব্যুনাল আদালত নং-১ এর বিচারক সহিদুল ইসলাম এ রায় দিয়েছেন। রায়ে একই সঙ্গে দুজনকে ২০ হাজার টাকা করে জরিমানা এবং টাকা দেওয়ায় ব্যর্থ হলে আরও ১ বছরের কারাদণ্ড আদেশ দেন আদালত।

আসামিরা হলো- রাঙামাটি সদর উপজেলার কোতোয়ালি থানাধীন পুরাতন বস্তি এলাকার মো. ইউসুফ ও লংগদু উপজেলার গুলশাখালী ইউনিয়নের মো. ছিদ্দিক মিয়া। দুই আসামির ইউছুফ জেল হাজতে ও ছিদ্দিক মিয়া পলাতক রয়েছে।

মামলার নথি সূত্রে জানা গেছে, ১৯৯১ সালের ২০ নভেম্বর বেলা ৩টার দিকে একটি সাম্পানে করে রিজার্ভ বাজার থেকে চক্রপাড়া ফেরার পথে আরেকটি সাম্পান দিয়ে এসে পথ অবরোধ করে দুই আসামি। পরে কাপ্তাই হ্রদের মাঝেই সাম্পানের মধ্যে আসামিরা ভিকটিমকে ধর্ষণ করে।

মামলার আদেশে আদালত বলেছেন, আসামিদের বিরুদ্ধে ১৯৮৩ সনের নারী নির্যাতন (নিবর্তক শাস্তি) অধ্যাদেশ এর ৪(গ) ধারায় আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আসামিদের প্রত্যেককে উক্ত ধারায় দোষী সাব্যস্তক্রমে ১৪ (চৌদ্দ) বছরের সশ্রম কারাদণ্ড ভোগের আদেশ হল। সেই সঙ্গে আসামিদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা প্রদানের আদেশ হল। ব্যর্থতায় প্রত্যেককে আরও ১ বছরের কারাদণ্ড ভোগের আদেশ হল।

জেল হাজতে থাকা আসামি মো. ইউসুফকে সাজা পরোয়ানামূলে জেল হাজতে প্রেরণ এবং পলাতক আসামি মো. ছিদ্দিক মিয়ার প্রতি সাজা উল্লেখে গ্রেফতারি পরোয়ানা ইস্যু করার নির্দেশ দিয়েছেন আদালত। আসামি ছিদ্দিক মিয়া স্বেচ্ছায় আত্মসমর্পন বা পুলিশ কর্তৃক গ্রেফতারের তারিখ হতে তার সাজা কার্যকর হবে বলেও আদেশে বলা হয়েছে।

এদিকে, রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর (পিপি) ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম বলেন, “এক স্কুলছাত্রী নৌকায় করে স্কুল থেকে ফিরছিল। মাঝপথে দুই আসামি তাকে ধর্ষণ করে। এই মামলায় দুই আসামির ১৪ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আমরা এই রায়ে সন্তুষ্ট। ভিকটিম ন্যায় বিচার পেয়েছেন।”

সম্পর্কিত খবর

সোশ্যাল মিডিয়া

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

সর্বশেষ খবর