শুক্রবার, সেপ্টেম্বর ২০, ২০২৪

৭ ঘন্টা পর বাঘাইছড়ির সঙ্গে যান চলাচল শুরু

শিজক রিপোর্ট
রাঙামাটি: জেলার বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা-বাঘাইহাট সড়কে পাহাড় ধসে সারাদেশের সঙ্গে বাঘাইছড়ির যানবাহন চলাচল বন্ধ থাকার সাত ঘন্টা পর সচল হয়েছে। শুক্রবার (৩ মে) দুপুর ১টার পর থেকে মারিশ্যা-বাঘাইহাট সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

এর আগে, বৃহস্পতিবার (২ মে) মধ্যরাতে মারিশ্যা-বাঘাইহাট সড়কের দুইটিলা এলাকায় সড়কের ওপর পাহাড় ধসে পড়ে। যে কারণে শুক্রবার ভোর ছয়টা থেকে মারিশ্যা-বাঘাইহাট সড়কে সাত ঘন্টা যানবাহন চলাচল করতে পারেনি। তবে রাতে পাহাড় ধসের ঘটনা ঘটলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। স্থানীয় প্রশাসন ও সেনাবাহিনীর সহযোগিতায় সড়কের মাটি সরিয়ে ফেলার পর দুপুরের পর থেকে গাড়ি চলাচল শুরু হয়েছে।

এদিকে, খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার জামতলিতে একটি বেইলি সেতুর নিচ থেকে খুঁটি সরে যাওয়ায় রাঙামাটির লংগদু ও বাঘাইছড়ির সঙ্গে পণ্যবাহী ট্রাকসহ ভারি যানবাহন চলাচল আপাতত বন্ধ রয়েছে। জামতলি বেইলি সেতুর সংস্কার শেষে পরিস্থিতি স্বাভাবিক হবে বলছে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর।

বাঘাইছড়ির উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরীণ আক্তার বলেন, “বৃহস্পতিবার মধ্যরাতে মারিশ্যা-বাঘাইহাট সড়কে পাহাড় ধসে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে। শুক্রবার দুপুরে প্রশাসন ও সেনাবাহিনীর সহযোগিতায় সড়কের মাটি সরিয়ে ফেলা হয়। এখন সড়কে যানবাহন স্বাভাবিকভাবে চলাচল করতে পারছে।”

সম্পর্কিত খবর

সোশ্যাল মিডিয়া

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

সর্বশেষ খবর