শুক্রবার, সেপ্টেম্বর ২০, ২০২৪

দীঘিনালায় আগুনে পুড়ল ৫৩ দোকান

লোকাল করেসপনডেন্ট
দীঘিনালা: খাগড়াছড়ির দীঘিনালা বাস-স্টেশন এলাকায় আগুনে ৫৩টি দোকান পুড়েছে। মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে ভোর সাড়ে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। তবে ক্ষয়ক্ষতি নিরূপণসহ আগুন লাগার প্রকৃত কারণ তদন্তের পর জানা যাবে বলে জানিয়েছে দমকল বাহিনী।

বুধবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, সারি-সারি দোকানগুলো পুড়ে ছাই হয়ে গেছে। দোকানের আসবাপত্রগুলো ছাই হয়ে আছে। পাশে দাঁড়িয়ে আছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। দোকান মালিকদের সঙ্গে কথা বলে জানা যায়, রাত ১টার দিকে দোকানে আগুন লাগে। ফায়ার সার্ভিসকে খবর দিলে তাৎক্ষনিক তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

বাজারের ব্যবসায়ী দীপন চাকমা (৪৯), অতীশ চাকমা (৩৬) ও সৈয়দ আলম কুসুম (৪২) জানান, ‘প্রতিদিনের মতো রাতে দোকান বন্ধ করে সবাই নিজ নিজ বাসায় চলে যাই। মধ্য রাতে দোকানে আগুন লেগেছে এমন সংবাদে পেলে দোকানে এসে দেখি সব কয়টি দোকানে আগুন লেগেছে। আগুনের তাপ থাকায় দোকান থেকে কোনো মালামাল বের করা যায়নি।’

উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা নুরে নবী বলেন, ‘খবর পেয়ে তাৎক্ষনিক আগুন নিয়ন্ত্রনের চেষ্টা করা হয়। পরে আগুন নিয়ন্ত্রণের বাহিরে চলে গেলে জেলা সদর থেকে আরও দুইটি ইউনিট আগুন নির্বাপনে যোগ দেয়। ঘটনাস্থলে দাহ্য পদার্থ থাকায় ক্ষয়-ক্ষতির পরিমাণি বেশি হয়েছে।’

বোয়ালখালী (সদর) ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা বলেন, ‘গত রাতে (মঙ্গলবার) অগ্নিকাণ্ডে লারমা স্কায়ার বাজারে ৫৩ জনের ব্যবসায়িক প্রতিষ্ঠান পুড়ে গেছে। আগুন বেশি থাকায় দোকান থেকে মালামাল বের করা সম্ভব হয়নি।’

এদিকে, সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আরাফাতুল আলম। এসময় ইউএনও বলেন, ‘সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের নগদ আর্থিক সহায়তা প্রদান করা হবে।’

সম্পর্কিত খবর

সোশ্যাল মিডিয়া

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

সর্বশেষ খবর