বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০২৪

বুধবার রাঙামাটিতে আধাবেলা অবরোধ, কুতুকছড়িতে প্রচার মিছিল

শিজক ডেস্ক
রাঙামাটি: আগামীকাল বুধবার রাঙামাটিতে আধাবেলা সড়ক ও নৌপথ অবরোধ সমর্থনে রাঙামাটির কুতুকছড়িতে মিছিল করেছে ইউপিডিএফ সমর্থিত বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)। মঙ্গলবার (২৯ আগষ্ট) বিকাল সাড়ে ৩টায় সদর উপজেলার কুতুকছড়িতে প্রচার মিছিল বের করা হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন পিসিপি রাঙামাটি জেলা শাখার সভাপতি রিপন আলো চাকমা।

অবরোধ সফল করার আহ্বান জানিয়ে এই পিসিপি নেতা বলেন, “সরকার, প্রশাসন, বিচার বিভাগ যদি ধর্ষণের ঘটনায় সুষ্ঠু বিচার করতো, ধর্ষণকারীদের দৃষ্টান্তমূলক সাজা দিতো তাহলে আমাদের অবরোধ কর্মসূচি দিতে হত না। একজন ছাত্রী যদি নিজের শিক্ষকের কাছে নিরাপদ না থাকে তাহলে তার নিরাপত্তা কোথায় থাকবে?”

তিনি সাজাপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রহিমের সাজা বহালের দাবিতে ডাকা আধাবেলা অবরোধ কর্মসূচি সফল করতে প্রশাসনসহ জেলার সর্বস্তরের জনসাধারণের প্রতি আহ্বান জানান।

এর আগে, জেলার লংগদু উপজেলায় নিজ স্কুল ছাত্রীকে ধর্ষণের দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রহিমের অন্তর্বর্তীকালীন জামিন বাতিল, যাবজ্জীবন সাজা বহাল এবং প্রধান শিক্ষক পদে যোগদানে সহায়তাকারীদের বিচারের দাবিতে সোমবার ঝাড়ু মিছিল ও সমাবেশ করেছিল ইউপিডিএফ সমর্থিত দুই নারী সংগঠন হিল উইমেন্স ফেডারেশন ও পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ।

আরও পড়ুন: ‘ঝাড়ু মিছিল’ থেকে বুধবার রাঙামাটিতে আধাবেলা অবরোধের ডাক

সমাবেশ থেকে আগামীকাল (৩০ আগস্ট) রাঙামাটি জেলায় সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আধাবেলা সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচির ডাক সংগঠন দুইটি।

মঙ্গলবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি পালনকালে ফায়ার সার্ভিস, জরুরি বিদ্যুৎসরবরাহ গড়ি, অ্যাম্বুলেন্স, সংবাদপত্র ও সাংবাদিক বহনকারী গাড়ি অবরোধের আওতামুক্ত থাকবে। সড়ক ও নৌপথ অবরোধ সফল করতে রাঙামাটি-কাউখালী সড়ক, রাঙামাটি-মহালছড়ি সড়ক, বাঘাইছড়ি-দীঘিনালা সড়ক, লংগদু-দীঘিনালা সড়ক, রাঙামাটি-বাঘাইছড়ি নৌপথ, রাঙামাটি-বরকল-জুরাছড়ি-বিলাইছড়ি নৌপথ, রাঙামাটি-নানিয়ারচর নৌপথ ও সড়ক পথের সকল প্রকার বাস, ট্রাক, সিএনজিঅটোরিকশা, মোটর সাইকেল, লঞ্চ, বোট মালিক সমিতি ও চালক সমিতির সহযোগিতা কামনা করা হয়েছে ওই বিজ্ঞপ্তিতে।

সম্পর্কিত খবর

সোশ্যাল মিডিয়া

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

সর্বশেষ খবর