মঙ্গলবার, ডিসেম্বর ২৪, ২০২৪

প্রধানমন্ত্রী দেশকে রুপান্তরের দিকে এগিয়ে নিচ্ছেন: পার্বত্য মন্ত্রী

শিজক ডেস্ক
খাগড়াছড়ি: পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী বীর বাহাদুর ‍উশৈসিং এমপি বলেছেন, ‘পার্বত্য জেলার কৃষকরা বর্তমানে ধান কাটার মেশিন, পাওয়ার টিলার মেশিন, ধান মাড়াই মেশিন, পাওয়ার ফুট স্প্রে মেশিন, পানির পাম্প মেশিন অনায়াসে ব্যবহার করতে পারছে। এখানকার কৃষকরা এখন আধুনিক মেশিনগুলো চালানোর প্রশিক্ষণ নিচ্ছে।’

রোববার (১ অক্টোবর) খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের আয়োজনে জেলা পরিষদ প্রাঙ্গণে ‘স্ট্রেনদেনিং ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ইন চিটাগাং হিল ট্রাক্টস এসআইডি-সিএইচটি’ শীর্ষক প্রকল্পের আওতায় এডিপিতে বরাদ্দকৃত জিওবি’র অর্থায়নে কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি ও বিভিন্ন কর্মসূচিতে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মন্ত্রী বীর বাহাদুর বলেন, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগসহ সব সেক্টরের উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী নিজে যুগোপযোগী কর্ম পরিকল্পনা করছেন এবং তা সঠিকভাবে বাস্তবায়ন করে দেশকে আজ স্মার্ট বাংলাদেশে রুপান্তরের দিকে এগিয়ে নিচ্ছেন।’

‘স্ট্রেনদেনিং ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ইন চিটাগাং হিল ট্রাক্টস এসআইডি-সিএইচটি’ শীর্ষক প্রকল্পের আওতায় ২০২২- ২০২৩ অর্থ বছরে এডিপিতে বরাদ্ধকৃত জিওবি অর্থায়নে চার কোটি টাকা ব্যয়ে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে জেলার প্রান্তিক কৃষকের মাঝে উন্নতমানের কৃষি যন্ত্রপাতি ও বিভিন্ন কর্মসূচিতে ১৪৬ জনকে ৫৭ লাখ টাকা বিভিন্ন কর্মসূচিতে ৩৯১ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এক কোটি টাকার অনুদানের চেক বিতরণ করা হয়।

কৃষি যন্ত্রপাতির মধ্যে রয়েছে -রাইচ কম্বোমিল- ৯টি, পাওয়ার টিলার ২১টি, পাওয়ার রিপার ৯টি, পাওয়ার প্রেসার ১টি কম্বাইন্ড হারভেস্টার ৪টি, পাম্প মেশিন ১৫টি পাওয়ার স্প্রে মেশিন ১৮টি।

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরীর সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কর্ফোস চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি, সংরক্ষিত মহিলা আসনের সাংসদ বাসন্তী চাকমা, খাগড়াছড়ি সেনা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোহতাশিম হায়দার চৌধুরী, খাগড়াছড়ি মং সার্কেল চিফ সাচিংপ্রু চৌধুরী, খাগড়াছড়ি জেলাপ্রশাসক মো. সহিদুজ্জামান, খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর, খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শানে আলম বক্তব্য রাখেন।

আলোচনা সভা শেষে মন্ত্রী বীর বাহাদুর ‍উশৈসিং এমপি খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ হতে আপদকালীন ত্রাণ বিতরণ কর্মসূচিতে ১৪৬ জনকে ৫৭ লাখ টাকা, বিভিন্ন কর্মসূচিতে ৩৯১ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এক কোটি টাকা এবং উপকারভোগী কৃষকদের মাঝে ৪ কোটি টাকার কৃষি যন্ত্রপাতি তুলে দেন।

সম্পর্কিত খবর

সোশ্যাল মিডিয়া

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

সর্বশেষ খবর