রবিবার, নভেম্বর ১০, ২০২৪

কাউখালীতে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে সেনাবাহিনী

শিজক ডেস্ক
কাউখালী: রাঙামাটির কাউখালীতে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে স্থানীয়দের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে।

রোববার (১৯ নভেম্বর) উপজেলার কলমপতি ইউনিয়নের নাইল্যাছড়ি এলাকায় কাউখালী আর্মি ক্যাম্পের উদ্যোগে এলাকার ২৩৫ জন গরীব-অসহায় মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়।

চিকিৎসা ক্যাম্পে রাঙামাটি সিএমএই’র মেডিকেল অফিসার ও সদস্যরা চিকিৎসা সেবা প্রদান করেন। কাউখালী সেনা ক্যাম্পের তত্ত্বাবধানে মেডিকেল টিমটি পরিচালনা করা হয়েছে।

এদিকে, বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ পেয়ে খুশি অসহায় মানুষ। তারা এমন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনার জন্য সেনাবাহিনীর প্রতি সন্তোষ প্রকাশ করেছেন।

সেনা কর্মকর্তারা জানান, পাহাড়ের প্রত্যন্ত এলাকার সাধারণ মানুষের অর্থনৈতিক অসচ্ছলতা ও যোগাযোগ ব্যবস্থার অপ্রতুলতার কারণে শহরে গিয়ে বিশেষজ্ঞ ডাক্তার দেখাতে পারেন না। এসব সুবিধাবঞ্চিত মানুষের কথা বিবেচনা করেই চিকিৎসা ক্যাম্পের আয়োজন। দুর্গম জনপদের পাহাড়ি জনগোষ্ঠীকে নিয়মিত চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। সেনাবাহিনী পাহাড়ের মানুষের স্বাস্থ্য সুরক্ষায় কাজ করে যাচ্ছে।

সম্পর্কিত খবর

সোশ্যাল মিডিয়া

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

সর্বশেষ খবর