মঙ্গলবার, ডিসেম্বর ২৪, ২০২৪

বুনো হাতি সংরক্ষণে নাইক্ষ্যংছড়িতে সভা

লোকাল করেসপনডেন্ট
নাইক্ষ্যংছড়ি: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় হাতি সংরক্ষণ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ ফেব্রুয়ারি) বেলা ১২টায় অফিসার্স ক্লাব মিলনায়তনে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

রেঞ্জ কর্মকর্তা মনজুরুল আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোমেন শর্মা। ইউএনও বলেন, ‘বন্য হাতির প্রাকৃতিক চলাচলের পথ, খাবার ও পানির উৎস রক্ষায় গহীন বনের প্রাকৃতিক জলাধার সংরক্ষণ, হাতির নিরাপত্তা, অভয়ারণ্যসহ পর্যাপ্ত খাদ্য শৃঙ্খল গড়ে তুলতে হবে।’

নয়তো হাতি-মানুষের দ্বন্দ্ব বাড়বে, ফাঁদ পেতে হাতি হত্যা বন্ধ করতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

রেঞ্জ কর্মকর্তা মনজুরুল আলম বলেন, ‘সরকার হাতির আক্রমণে কেউ ক্ষতিগ্রস্ত হলে সর্বোচ্চ ক্ষতিপূরণের ব্যবস্থা করে। সংরক্ষিত বনাঞ্চল এলাকায় সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ। পাহাড়ি বনাঞ্চলে বাড়িঘর ঠেকানো গেলে বন্যপ্রাণীদের নিরাপদ আবাসস্থল হিসেবে গড়ে তোলা হবে।’

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা এম.জেট. ছলিম, শিক্ষা অফিসার ত্রিরতন চাকমা, কৃষি কর্মকর্তা ইনামুল হকসহ আনসার, পুলিশ, বিজিবি, স্থানীয় চেয়ারম্যান, বিভিন্ন দফতরের কর্মকর্তারা।

সম্পর্কিত খবর

সোশ্যাল মিডিয়া

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

সর্বশেষ খবর