বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০২৪

সরকারের আন্তরিকতায় শিক্ষা ব্যবস্থার উন্নয়ন অব্যাহত: পার্বত্য মন্ত্রী

লোকাল করেসপনডেন্ট
নাইক্ষ্যংছড়ি: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান, সড়ক, বৌদ্ধ বিহার, সেচ ড্রেনসহ ১৯টি উন্নয়ন কাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। মঙ্গলবার (১৪ মার্চ) দুপুরে ঘুমধুম ইউনিয়নের বরইতলী উচ্চ বিদ্যালয় মাঠে ফলক উন্মোচন করে এসব উন্নয়ন কাজের উদ্বোধন করেন মন্ত্রী।

পরে ঘুমধুম ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগ দেন তিনি। এসময় প্রধান অতিথির বক্তব্যে বীর বাহাদুর বলেন, ‘বান্দরবানে শিক্ষার প্রসারে সবাইকে কাজ করতে হবে। শুধু শিক্ষিত হলে চলবে না সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। বর্তমান সরকার শিক্ষার উন্নয়নে কাজ করে যাচ্ছে। সরকারের আন্তরিকতায় শিক্ষা ব্যবস্থার উন্নয়ন অব্যাহত রয়েছে।’

তিনি আরও বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর সারাদেশের ন্যায় পাহাড়েও ব্যাপক উন্নয়ন হয়েছে। শুধুমাত্র সীমান্তবর্তী উপজেলায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ১১৫ কোটি, এলজিইডির ১৬০ কোটি এবং জেলা পরিষদের ৪৬ কোটি টাকাসহ মোট ৩২১ কোটি টাকার উন্নয়ন কাজ হয়েছে। উন্নয়নের এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে আগামীতে আবারও শেখ হাসিনাকে নির্বাচিত করার আহ্বান জানান তিনি।

এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার রোমেন শর্মা, জেলা পরিষদ সদস্য মোজাম্মেল হক বাহাদুর, ক্যানু অং চাক, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবানের নির্বাহী প্রকৌশলী আবু বিন মোহাম্মদ ইয়াছির আরাফাত, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বান্দরবানের নির্বাহী প্রকৌশলী জিয়াউল হক মজুমদার।

জেলা আওয়ামী লীগ সদস্য তসলিম ইকবাল চৌধুরীর সঞ্চালনায় ও ঘুমধুম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর আজিজের সভাপতিত্বে সমাবেশে খায়রুল বাশার, সোনাইছড়ি ইউপি চেয়ারম্যান এ্যানিং মারমা, দোছড়ি ইউপি চেয়ারম্যান মোহাম্মদ ইমরান প্রমুখ বক্তব্য রাখেন।

সম্পর্কিত খবর

সোশ্যাল মিডিয়া

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

সর্বশেষ খবর