লোকাল করেসপনডেন্ট
খাগড়াছড়ি: চট্টগ্রামের ফটিকছড়ির কাঞ্চননগর বটতলা এলাকায় সেনা অভিযানে অস্ত্র, গুলি ও বিপুল সরঞ্জামসহ ৫ জনকে আটক করা হয়েছে; আটকরা ‘মগ পার্টির’ সদস্য জানিয়েছে আইন-শৃঙ্খলাবাহিনী।
শনিবার (২৫ ফেব্রুয়ারি) সিন্দুকছড়ি সেনাজোনের সদস্যরা অভিযান পরিচালনা এদের তাদের আটক করে বলে জানান ফটিকছড়ি থানার ওসি কাজী মাসুদ ইবনে আনোয়ার।
ওসি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে ভোর রাত সাড়ে ৩টা থেকে টানা ১০ ঘণ্টা এ অভিযান চালানো হয়।’
তবে সেনাবাহিনীর পক্ষ থেকে এ অভিযানের ব্যাপারে কেউ কোনো বক্তব্য দেওয়া হয়নি।
অভিযান সূত্র জানিয়েছে, কাঞ্চননগর এলাকার রমজান আলী নামে এক ব্যক্তির বাড়ি থেকে ৪টি মর্টার, ১টি একে৪৭, ১টি এম১, ১টি এলজি লং ব্যারেল, পয়েন্ট টুটু রাইফেল ১টি, চায়না পিস্তল ১টি, এলজি শর্ট ব্যারেল ১টিসহ ৬৭ রাউন্ড গুলি, ভারতীয় মুদ্রা ও মাইন তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।
আটক ৫ জনের নাম-পরিচয় জানা যায়নি। তাদের ফটিকছড়ি থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।