রবিবার, নভেম্বর ১০, ২০২৪

পার্বত্য অঞ্চলে সবচেয়ে বেশি উন্নয়ন হয়েছে: বীর বাহাদুর

লোকাল করেসপনডেন্ট
কাপ্তাই: পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, ‘প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় পার্বত্য অঞ্চলে সবচেয়ে বেশি উন্নয়ন কর্মকাণ্ড সম্পাদিত হয়েছে। পাহাড়ে এ উন্নয়ন কর্মকাণ্ডের ধারাবাহিকতা আগামীতেও চলমান থাকবে।’ শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) রাঙামাটির কাপ্তাই উপজেলায় এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এদিন সকালে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে কাপ্তাই উপজেলার ২ নম্বর রাইখালী ইউনিয়নের পূর্ব-কোদালা ধর্মরাজ বৌদ্ধ বিহারের নতুন সড়ক-ছাত্রাবাস উদ্বোধন এবং বৌদ্ধ বিহারের উৎসর্গ অনুষ্ঠানে যোগদান করেন পার্বত্য মন্ত্রী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।

এসময় তাঁর সঙ্গে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, ভাইস চেয়ারম্যান নূরুল আলম চৌধুরী, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, সদস্য অংসুইছাইন চৌধুরী, দীপ্তিময় তালুকদার, কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মফিজুল হক, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমন দে, কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রওশন আরা রবসহ স্থানীয় বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।

সকালে পূর্ব-কোদালা বৌদ্ধ বিহারের আয়োজনে এক ধর্মীয় আলোচনা সভা বিহার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রাজস্থলী উপজেলার লংকদু পুর্নবাসন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত ঞানুত্তরা মহাথের। উপস্থিত ছিলেন বাঙ্গালহালিয়া ডাকবাংলা পাড়া বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত উঃ ঞানাওয়াইংসা মহাথের, কাপ্তাই চিংম্রং বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত উঃ পামোক্ষা মহাথের, নারানগিড়ি পাড়া বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত নাগাওয়ান্সা মহাথের।

বিহার প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা সভায় পার্বত্য মন্ত্রী সড়ক, বৌদ্ধ বিহারেরর ছাত্রবাসসহ নবনির্মিত অবকাঠামোর প্রশংসা করেছেন। অনুষ্ঠানে দূর-দুরান্ত থেকে দায়ক-দায়িকারা অংশগ্রহণ করেছেন।

সম্পর্কিত খবর

সোশ্যাল মিডিয়া

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

সর্বশেষ খবর