মঙ্গলবার, ডিসেম্বর ২৪, ২০২৪

ইদকে সামনে রেখে দীঘিনালায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

লোকাল করেসপন্ডেন্ট
দীঘিনালা: জেলার দীঘিনালা উপজেলার বোয়ালখালী নতুন বাজারে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রোববার (২৫ জুন) বিকেলে সাড়ে ৪টায় আসন্ন পবিত্র ইদুল আজহা উপলক্ষে বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে অভিযান পরিচালিত হয়েছে।

অভিযানে মূল্য তালিকা না থাকা, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি করার দায়ে ভোক্তা অধিকার আইন সংরক্ষণ আইন- ২০০৯ এর ৫১ ধারা মোতাবেক তিন প্রতিষ্ঠান মালিককে ৩টি মামলায় ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।ভ্রাম্যমান আদালত মুসা স্টোর, লুম্বীনি স্টোর ও অকশয় স্টোরকে জরিমানা করে।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আরাফাতুল আলমের সঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবুল হাসনাত খাঁন উপস্থিত ছিলেন।

অভিযানের বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর তনজিম চাকমা বলেন, ‘বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে নিত্যপণ্যের দোকানে অভিযান পরিচালনা করা হয়। দোকানে পণ্যের মূল্য তালিকা না থাকা, মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার দায়ে এবং ভোক্তা অধিকার আইন সংরক্ষণ আইনে তাদের বিরুদ্ধে উক্ত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়। জনস্বার্থে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।’

ইউএনও আরাফাতুল আলম বলেন, আসন্ন পবিত্র ইদুল আজহা উপলক্ষে নিয়োমিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে দোকানে নিত্য প্রয়োজনী জিনিসের দাম স্বাভাবিক রাখতে ভাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। অভিযানে বাজারের সকল পণ্য বিক্রেতাসহ দোকানদারকে মূল্য তালিকা প্রদর্শনসহ পণ্য বিক্রির নির্দেশনা প্রদান করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ইউএনও।

সম্পর্কিত খবর

সোশ্যাল মিডিয়া

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

সর্বশেষ খবর