সোহানুর রহমান
সব কিছু যেন স্তব্ধ হয়ে গেছে
খাওয়া, নিত্যদিনের কাজ
চলাফেরা; সব কিছুতে…
কিছুই যেন মন বসছে না!
সব কিছু যেন একজন বুনো রাঙা ফুলের
ফিরে আসা খবরের অপেক্ষায়…
প্রিয় অগ্রজ পলাশ বড়ুয়া’র
জীবনের আকুতি, ফিরে আসেন
প্রিয় বুনো রাঙাফুল…
পাহাড় নদী, কদমের ঝাঁক বসে,
জোড়া শালিক, যেন গ্রীষ্মের গরমে
জলের আকুতি করছে…
জোড়া প্রজাপতিদের ছবি তুলবেন বলে…
ফিরে আসেন…
হাট-বাজারের সাপ্তাহিক ক্রেতারা
বসে, দরদাম আর ফলের
ছবি তুলবেন বলে..
ফিরে আসেন রাঙাফুল…
হাচিনসনপুরের আম্বিয়া খাতুনের প্রার্থনায়
পলাশ বড়ুয়া, আমাদের বুনো রাঙাফুল
ফিরে আসেন…
মাইনী নদীর জলের কলাহল,
দু’পাশের বুনোফুলের আকুতি
ফিরে আসেন…
সহকর্মীদের আকুল আবেদন
ফিরে আসেন, কারো যে মন ভালো নেই
সবাই যেন নিরব হয়ে গেছেন
সতেজ করতে ফিরে আসেন…
নাড়াইছড়ি-জোড়াব্রিজ-লম্বাছড়া-চাপ্পাপাড়ায়
সহ দুর্গম পাড়ায় রেখে যাওয়া
আপনার লিখনিতে সুফল পাওয়া
সাধারণ মানুষের আকুতি
ফিরে আসেন পলাশ…
আপনার অপেক্ষায়–
আমরা সবাই, প্রিয় পলাশ ফুল
আমাদের বুনো রাঙাফুল
ফিরে আসেন… এ বর্ষায়…
অসুস্থ হয়ে চিকিৎসাধীন সাংবাদিক পলাশ বড়ুয়া’র সুস্থতা কামনায় লিখেছেন সহকর্মী সোহানুর রহমান