বুধবার, ডিসেম্বর ২৫, ২০২৪

খাগড়াছড়িতে যৌন সহিংসতা বন্ধে বিক্ষোভ মিছিল

শিজক ডেস্ক
খাগড়াছড়ি: বান্দরবানের লামায় মারমা নারীকে ধর্ষণ ও খাগড়াছড়ির মাটিরাঙ্গায় এক গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে হিল উইমেন্স ফেডারেশন জেলা শাখা। সোমবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে খাগড়াছড়ি সদরের স্বনির্ভরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন, হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রিতা চাকমা, জেলা আহ্বায়ক এন্টি চাকমা ও পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি) জেলা সাধারণ সম্পাদক শান্ত চাকমা।

সমাবেশে বক্তারা বলেন, “পার্বত্য চট্টগ্রামে জাতিগত নিধনের উদ্দেশে শাসকগোষ্ঠী প্রতিনিয়ত ভূমি বেদখল, নারী নির্যাতন ও অন্যায় দমন-পীড়ন জারি রেখেছে। গত ২৪ ফেব্রুয়ারি বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নে এক মারমা নারীকে ধর্ষণ ও খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা এক গৃহবধূকে ধর্ষণ চেষ্টার ঘটনাও তার ব্যতিক্রম নয়। ফলে এসব ঘটনার কোনো সুষ্ঠু বিচার হয় না।”

সমাবেশ থেকে বক্তারা অবিলম্বে বান্দরবানে লামায় মারমা নারী ধর্ষণ ও খাগড়াছড়ি মাটিরাঙ্গায় গৃহবধূকে ধর্ষণ চেষ্টাকারীকে গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি এবং সকল ধরনের নারী নির্যাতন ও যৌন সহিংসতা বন্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান। (বিজ্ঞপ্তি)

সম্পর্কিত খবর

সোশ্যাল মিডিয়া

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

সর্বশেষ খবর