শিজক রিপোর্ট
রাঙামাটি: ২৫ মার্চ গণহত্যা দিবসকে আন্তর্জাতিক স্বীকৃতির দাবিতে মানববন্ধন করেছে ওয়ান বাংলাদেশ রাঙামাটি জেলা শাখা। রোববার (২৬ মার্চ) সকালে শহিদ মিনার প্রাঙ্গণে দিবসটিকে আন্তর্জাতিক স্বীকৃতির দাবিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ওয়ান বাংলাদেশ রাঙামাটি জেলা শাখার সভাপতি টুকু তালুকদারের সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো ভিসি ড. কাঞ্চন চাকমা, জেলা উদীচীর সভাপতি অমলেন্দু হাওলাদার, ক্যামেলিয়া দেওয়ান, অ্যাডভোকেট তোষন চাকমা, অনুকনা চাকমাসহ ওয়ান বাংলাদেশের নেতৃবৃন্দরা।
এসময় জেলা সভাপতি টুকু তালুকদার বলেন, ১৯৭১ সালে ২৫ মার্চ পাকিস্তানি হানাদারবাহিনী বাংলাদেশীদের ওপর যে বর্বর হত্যাকাণ্ড চালিয়েছে তা পুথিবীর বুকে কলঙ্কজনক এক অধ্যায়। দ্রুততম সময়ের মধ্যে গণহত্যা দিবসটিকে আন্তর্জাতিক স্বীকৃতি দেয়ার জোর দাবি জানাচ্ছি।
এর আগে কেন্দ্রীয় শহিদ মিনারে সকল শহিদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে সংগঠনটি।