শুক্রবার, নভেম্বর ১৫, ২০২৪

চিকিৎসক নিগ্রহের প্রতিবাদে রাঙামাটিতে মানববন্ধন

শিজক রিপোর্ট
রাঙামাটি: চিকিৎসক নিগ্রহের প্রতিবাদ ও প্রশিক্ষণরত চিকিৎসকদের বেতন-ভাতা বৃদ্ধিসহ ছয় দফা দাবিতে মানববন্ধন করেছে রাঙামাটি মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসকরা।

মঙ্গলবার (১৮ জুলাই) বেলা সাড়ে ১২টায় রাঙামাটি মেডিকেল কলেজ গেইটের প্রধান ফটকে ইর্ন্টান চিকিৎসক পরিষদের উদ্যোগে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধন কর্মসূচি থেকে চিকিৎসকদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ হামলায় জড়িতদের বিচার, স্নাতকোত্তর চিকিৎসকদের বেতন-ভাতা ৫০ হাজার টাকা করা, ইন্টার্ন চিকিৎসকদের সম্মানি নূন্যতম ৩০ হাজার করা, চিকিৎসা সুরক্ষা আইন প্রনয়ন, অবিলম্বে ইন্টার্ন চিকিৎসকদের আবাসন নিরসন, ২৫০ শয্যা জেনারেল হাসাপাতাল ও মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস দ্রুত বাস্তবায়নের দাবি জানানো হয়েছে।

রাঙামাটি মেডিকেল কলেজের ইর্ন্টান চিকিৎসক পরিষদের সভাপতি একেএম কামরুজ্জামান রিয়াজের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক রিদওয়ান আহমেদ রিমন, যুগ্ন সম্পাদক জান্নাতুল নাঈম চৌধুরী, দপ্তর সম্পাদক এমদাদুল হক ফাহিম প্রমুখ।

মানববন্ধনে রাঙামাটি মেডিকেল কলেজের কর্মরত ইর্ন্টান চিকিৎসকরা অংশ নেন।

সম্পর্কিত খবর

সোশ্যাল মিডিয়া

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

সর্বশেষ খবর