শুক্রবার, সেপ্টেম্বর ২০, ২০২৪

চুরি হওয়া আরও ২৪টি মোবাইল উদ্ধার রাঙামাটিতে

শিজক রিপোর্ট
রাঙামাটি: জেলার বিভিন্ন উপজেলা হতে বিগত ৪ মাসে চুরি হওয়া ১০৮টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করেছে জেলা পুলিশ। উদ্ধারকৃত মোবাইল প্রকৃত মালিকদের কাছে হস্থান্তর করা হয়েছে। সবশেষ বুধবার (২৯ মার্চ) সকালে রাঙামাটি কোতোয়ালি থানা প্রাঙ্গণে উদ্ধারকৃত ২৪টি মোবাইল হস্তান্তর করেন অতিরিক্ত পুলিশ সুপার মারুফ আহমেদ।

এসময় তিনি বলেন, ‘রাঙামাটিতে সাইবার ইউনিট চালু হওয়ার কারণে আমাদের কাছে বিভিন্ন সময় অভিযোগ আসা চুরি যাওয়া মোবাইল ফোন উদ্ধারে আমরা অভিযান পরিচালনা করে যাচ্ছি। ইতিমধ্যে বেশ কিছু মোবাইল উদ্ধার করা হয়েছে। যার মধ্যে আজ (বুধবার) আমরা ২৪টি মোবাইল যাচাই-বাচাই করে মালিকের হাতে তুলে দিয়েছি। কারো মোবাইল চুরি হয়ে গেলে আমাদের অবশ্যই জানাবেন। আশা করছি আমরা আপনাদের চুরি হওয়া মোবাইল ফোন উদ্ধার করতে সক্ষম হব।’

ভিডিও দেখতে এখানে ক্লিক করুন

এসময় কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল আমিনসহ পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ২০২২ সালের ডিসেম্বরে ৩০টি, চলতি বছরের জানুয়ারিতে ২৫টি, ফেব্রুয়ারিতে ২৯টি এবং চলতি মাসে ২৪টিসহ মোট ১০৮টি হারানো মোবাইল ফোন উদ্ধারপূর্বক যাচাই-বাছাই করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করে পুলিশ। এ পর্যন্ত উদ্বারকৃত মোবাইল ফোনের মূল্য আনুমানিক প্রায় ২২ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।

সম্পর্কিত খবর

সোশ্যাল মিডিয়া

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

সর্বশেষ খবর